ফ্রান্সে বাংলা কমিউনিটিতে মহান একুশ উদযাপন।
শামীম মাহমুদ, ইউরোবিডি24নিউজ.কম
কমিউনিটি সংবাদ: বিশ্বের অন্যান্য স্থানের মতো ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরাও মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। বাংলাদেশের সাথে মিল রেখে বংলাদেশে সময় রাত ১২টা ০১মিনিটে ফ্রান্স আওয়ামীলীগের নেতৃবৃন্দ ফ্রান্সের মেট্রো হোসের একটি হলে অস্থায়ী শহীদ মিনার নির্মান করে ৫২র ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ ও শ্রদ্ধা নিবেদন করেন। ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি ওয়ালিউর রহমানের পুষ্প স্তবকের অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এর পর ফ্রান্স আওয়ামীলীগের ভার প্রাপ্ত সভাপতি ওয়াহিদ ভার তাহের ও সাধারণ সম্পাদক মো আবুল কাশেমের নেতৃত্বে ফ্রান্স আওয়ামীলীগের নেতৃ বৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
এর পর পর ফ্রান্সের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। অন্যান্য সংগঠনের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটি, প্যারিস বাংলা ইন্টারন্যাশনাল, স্বরলিপি শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ হিন্দু কল্যান পরিষদ ফ্রান্স সংসদ ও মাটির সুর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেণ। এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী গানটি পরিবশনের মধ্য দিয়ে ভাষা শহীদদের ত্যাগের কথা স্বরণ করা হয়।
এদিকে প্রতি বছরের ন্যায় একুশ উদযাপন পরিষদের উদ্যোগে এবারও প্যারিসের আইফেল টাওয়ারের পাদ দেশে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ৫২র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফ্রান্সে অবস্থিত বাংলা কমিউনিটির সর্বস্তরের লোকজন।
প্রথমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ্য থেকে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পর বাংলা ভাষা জাতি সংঘের অফিসিয়াল ভাষা বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ইয়ুথ ক্লাব, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠী, আয়েবা, বিবিসি, ফেনী জেলা সমিতি, আনন্দ ফ্রান্স, সোনার বাংলা ও পাক্ষিক প্যারিস থেকে সহ রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ