• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজের একুশ উদযাপন

| ফেব্রুয়ারী 25, 2013 | 0 Comments

 ইউরোবিডি তুলুজ: দীর্ঘপথ পেরিয়েও ‘বায়ান্নের একুশ’ এখনো জ্বলজ্বলে আমাদের চেতনায় । তাই  ফ্রান্সের তুলুজ শহরের বাঙালিরা অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ।এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজ।

প্রথমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তুলুজ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের পক্ষে ফখরুল আকম সেলিম ও সংগঠনের সদস্যরা।

এর পর একে একে তুলুজ প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভাবে শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর আহসান আহমদ টিটু ও বকুল সরকারের যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফখরুল আকম সেলিম,ইস্কান্দার আলী ,তাজিম উদ্দিন খোকন,জুসেফ কস্তা,হামিদুর রহমান,শওকত হোসেন বিপু।

তখন সংগঠনের সভাপতি জানান আগামী একুশে তুলুজ বাসী স্থানী শহীদ মিনারে পালন করার সম্ভাবনা রয়েছে।

এরপর বিপ্লবের উপস্থাপনায় সমেবেত সঙ্গীতের পাশাপাশি স্থানীয় শিল্পী মেহদী হাসান স্বপন,সামিয়া ও রনি সঙ্গীত পরিবেশন করে।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply