• ১১ অগ্রহায়ণ ,১৪৩১,25 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ডালাসে স্নাইপারের গুলিতে ৫ পুলিশ খুন, আটক ৩

| জুলাই 8, 2016 | 0 Comments

dallas+5 আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে ডালাসে বিক্ষোভের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেলের গুলিতে হত্যা করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুলিশের উপর সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। বন্দুকধারীদের গুলিতে আরো ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। চতুর্থ এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ডাউনটাউনে ওই হামলার পর অস্ত্রধারী এক ব্যক্তি কোনো একটি গ্যারেজে অবস্থান নেয় এবং শুক্রবার সকাল পর্যন্ত পুলিশের সঙ্গে তার গোলাগুলি হয়। ওই ব্যক্তি পুলিশকে শহরজুড়ে বোমা পেতে রাখার হুমকি দিতে থাকে। তবে যে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে সেটি গ্যারেজে অবস্থান নেওয়া বন্দুকধারীর কিনা তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে ওই ব্যক্তি আত্মহত্যা করে।    এই হামলার পরিকল্পনা খুব সাবধানে করার পর তা বাস্তবায়ন করা হয়েছে বলে মনে করছে ডালাস পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ডালাস শহরে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ শুরুর পর দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর গুলি চালায় স্নাইপার রাইফেলধারীরা। এ সময় মিছিলকারীদের মধ্যে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু হয়ে যায়। হামলার পর এক সংবাদ সম্মেলনে ডালাস পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলে এটা একটি সমন্বিত হামলা।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply