• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রোহিঙ্গা নির্যাতন বন্ধে ৩০ নভেম্বর নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে বিক্ষোভ

| নভেম্বর 26, 2016 | 0 Comments

11232016_02_bronx_bangladeshi_commiunityবিশ্বজুড়ে বাংলা: মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধের জন্য জাতিসংঘসহ বিশ্ব বিবেককে সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসীরা। আগামী ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ সফল করারও আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র সফররত লন্ডন প্রবাসী বাংলাদেশের মৌলভীবাজার হ্যামডান সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজকর্মী এমএ কায়্যূম তালুকদারকে দেয়া এক সংবর্ধনা সভায় এ আহ্বান জানান হয়েছে।

স্থানীয় সময় ২২ নভেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসের মজা রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও স্থানীয় কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল।

প্রবীণ কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুসাব্বিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট মুদাব্বির হোসেন, সাব্বির হোসেন, সৈয়দ রুহুল উদ্দিন প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন আব্দর রৌফ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনজীবী মোহাম্মদ এন মজুমদার আগামী ৩০ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় নিউইয়র্কে মিয়ানমার কনস্যুলেটের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, মিয়ানমারের আরাকান প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর সে দেশের বৌদ্ধ মৌলবাদী, সেনাবাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বর্বর কায়দায় যে গণহত্যা, গুম, অত্যাচার, লুটপাট, জ্বালাও পোড়াওসহ সহিংসতা অব্যাহত রেখেছে তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।

তিনি বলেন, অবিলম্বে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং নিরাপদে বসবাসের বিষয়টি নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। এ ব্যাপারে অবিলম্বে জাতিসংঘ মহাসচিবের কার্যকর উদ্যোগও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে এমএ কায়্যূম তালুকদার এ অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি সব সময় বাংলাদেশের দরিদ্র-অসহাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে তিনি তার এলাকায় সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান অব্যাহত রাখবেন বলে জানান। এসময় তিনি মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।

Category: Community news 1st page, Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply