ইউনূসকে স্বর্ণপদক দিলেন মোদি
আন্তর্জাতিক: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম ভারতী বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে এ পদকে ভূষিত করা হয়। গতকাল ঢাকার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের তিরুপতিতে অনুষ্ঠিত ১০৪তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে কয়েকজন নোবেলজয়ীকে ডাকা হয়। তাদের মধ্যে ড. ইউনূসও ছিলেন। সেই অনুষ্ঠানে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ড. ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা। পাঁচ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই সমবেত হয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, দেশের খবর, শীর্ষ সংবাদ