ফের মার্কিন পিপলস চয়েজ এ্যাওয়ার্ড জিতলেন প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন: মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র জন্য ফেভারিট ড্রামাটিক টিভি অভিনেত্রী হিসেবে পিপলস চয়েজ এ্যাওয়ার্ড জয় করেছেন। এ নিয়ে দ্বিতীয়বার তিনি এই পুরষ্কার জয় করলেন। লস এঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে স্থানীয় সময় বুধবারে অনুষ্ঠিত ৪৩তম পিপলস চয়েজ এ্যাওয়ার্ড শোতে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়।
জনপ্রিয় মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় মৌসুমের জন্য পুরষ্কারটি জয় করেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বুধবার রাতে সম্প্রচারিত হলেও ভারতে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে প্রচারিত হয়। লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে ৩৪ বছর বয়সী কোয়ান্টিকো ড্রামা কুইন প্রিয়াঙ্কাকে বরণ করা হয়।
‘কোয়ান্টিকো’র মতো একটি টিভি সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন প্রিয়াঙ্কা। পিপলস চয়েজ এ্যাওয়ার্ড জয় অর্থ পুরো পৃথিবী তাকে পছন্দ করে এ কথার প্রমাণ মেলে।
ফেভারিট এ্যাকট্রেসের বিভাগে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পুরষ্কার হাতে নেওয়ার পর নিজের অভিব্যক্তি প্রকাশে এসব বলেন প্রিয়াঙ্কা।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, বিনোদন