ম্যানুয়াল ভাল না বেনোয়া আমো? অপেক্ষা ২৯ জানুয়ারির
ইউরো সংবাদ: ফ্রান্সের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাম পন্থিদের প্রার্থী বছাইয়ের ১ম ধাপে সর্বোচ্ছ ভোট পেয়ে প্রথম হয়েছেন বেনোয়া আমো এবং দ্বিতীয় হয়েছেন ম্যানুয়াল ভাল। আর তৃতীয় হওয়া আর্নো মন্তবুর্গ আগামী রবিবার ২৯ জানুয়ারি ২য় ও চূড়ান্ত ধাপে বেনোয়া আমোকে সমর্থন দিয়েছেন।
ম্যানুয়াল ভাল না বেনোয়া আমো? জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ