• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের জাতীয় নির্বাচন ২০১৭: ২৩ এপ্রিল রবিবার।

| এপ্রিল 22, 2017 | 0 Comments

SPhotoEditor-20170422_114738ফ্রান্সের জাতীয় নির্বাচন ২০১৭: ফ্রান্সের জাতীয় নির্বাচন ২০১৭ এর প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামী কাল ২৩ এপ্রিল রবিবার। ইতিমধ্যে প্রায় সকল ভোটারের নিকট স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রেরিত  একটি এফোর সাইজের খামে করে পৌঁছে গেছে ১১ জন প্রার্থীর ছবি সংবলিত সংক্ষিপ্ত নির্বাচনী ইশতেহার এবং ছোট ছোট সাদা কাগজে ১১ জন প্রার্থীর নাম। এখান থেকেই পছন্দের প্রার্থীর নাম একটি খামে করে ফেলতে হবে ব্যালট বাক্সে। হয়ে গেল ভোট দেয়া। কারো কাছে যদি এ খাম না পৌঁছে উদগ্রীব হওয়ার কিছু নেই, কারণ ভোট কেন্দ্রে এ সব সরবরাহ করা হবে। সাধারণত সকাল ৮ থেকে একটানা  সন্ধ্যা ৭ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট দিতে ভোটার কার্ড  এবং একটি পরিচয় পত্র লাগবে। ভোটারকে একাই ভোট কেন্দ্রে যেতে হবে। নির্বাচনী কর্মকর্তার অনুমতি ক্রমে শিশু মা-বাবার সঙ্গী হতে পারে। আর ওরা ১১ জন থেকে  ১ম ও ২য় জনই কেবল ৭ মে অনুষ্ঠিতব্য ২য় ও চূড়ান্ত ধাপে অংশ নেবে এবং যে কোন একজন নির্বাচিত হবে ফ্রান্সের রাষ্ট্রপতি।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply