জঁ লুক মেলঁশোঁ এর গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার সমূহ:
জঁ লুক মেলঁশোঁ এর গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার সমূহ:
১।৬ষ্ঠ রিপাবলিক প্রণয়ন ও সংবিধান সংশোধন।
২। ১৬ বছর বয়সে ভোটাধিকার প্রয়োগ, ভোট দেয়া বাধ্যতামূলক করণ এবং না ভোট প্রয়োগের সুযোগ ( ফরাসী ভাষায় ভোট ব্লঁ) ইত্যাদি বিষয়ে আইন প্রণয়ন।
৩। ফ্রান্সে আবাসন সমস্যা, বেকার সমস্যা সহ নানা সমস্যা থাকলেও এই ফ্রান্সেই ইউরোপের মধ্যে সবচেয়ে বেশী মিলিয়নিয়ারের বসবাস। তাই ফ্রান্সের সম্পদ অসম বন্টন হয়ে আছে। এই সম্পদ জনগণের মাঝে সুসম বন্টন করা উচিৎ।
৪।তিনি বার্ষিক কর কমানোর ঘোষণা দিয়েছেন।।
৫। তিনি কর্ম সময় বন্টনের জন্য বাৎসরিক বেতন ভুক্ত ছুটি ৫ সপ্তাহের পরিবর্তে ৬ সপ্তাহ করবেন এবং ৩৫ ঘন্টার অধিক কাজের ক্ষেত্রে অতিরিক্ত ঘন্টা সমূহের বেতন বৃদ্ধি করবেন।
৬। তিনি সর্বনিম্ন বেতন আগের চেয়ে ১৭৫ ইউরো বৃদ্ধি করবেন এবং অবসর ভাতা ২০০ ইউরো বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন।
৭। তিনি বর্তমান শ্রম মন্ত্রী মরিয়াম এল খোমরীর শ্রম আইন বাতিলের অঙ্গীকার করেছেন যা কিনা শ্রমিকদের স্বার্থ বিরোধী।
৮। তিনি অবসরের বয়সসীমা ৬০ বছর করার অঙ্গীকার করেছেন।
৯। তিনি ৩ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। তিনি বই এবং সহ শিক্ষা কার্যক্রম সহ যাবতীয় শিক্ষা কার্যক্রমকে সত্যিকার অর্থে বিনা মূল্যে করতে চান। তিনি ক্যান্টিনের খাবারকে শতভাগ রাসায়নিক মুক্ত বায়ো করতে চান। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি বাতিল করে ফ্রি করতে চান।
১০। তিনি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সিকিউরিটি সোস্যাল ১০০% করার কথা বলেছেন। তিনি মেডিকেল সেন্টারের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ