• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

এ্যামানুয়াল ম্যাক্রোঁ এর গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার সমূহ:

| এপ্রিল 22, 2017 | 0 Comments

2017-04-22 19.42.50ইউরো সংবাদ:

এ্যামানুয়াল ম্যাক্রোঁ এর গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার সমূহ:

১। তিনি প্রত্যেক মাসের বেতন থেকে ট্যাক্স কাটার পরিমাণ কমিয়ে নেট বেতনকে ব্রুট বেতনের কাছাকাছি নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া কর্ম প্রণোদনা ( প্রিম দা এক্টিভিটি) বাড়ানোর কথা বলেছেন। যারা স্মিক বেতনে কাজ করেন তারা বারো মাসে ১৩ বার বেতন পাওয়ার কথা বলেছেন। অর্থাৎ ১ মাস সম পরিমাণ বেতন অতিরিক্ত পাবেন।
২। শতকরা ৮০ ভাগ ফরাসির আবাসন ট্যাক্স( ট্যাক্স দা’বিতাসিঁয়ঁ) বাতিল করার কথা বলেছেন।
৩। যারা স্বেচ্ছায় চাকরি ছাড়বেন (দেমিসিয়নে) তাদের চাকরির ইনস্যুরেন্স ( এ্যালোকাসিয়ঁ দো শোমাজ) পাওয়ার অধিকারের কথা বলেছেন। এমনকি উদ্যোক্তা, কৃষক, স্বনির্ভর ব্যক্তি ও শিল্পীদেরও এ অধিকার পাওয়া উচিৎ বলে তিনি মনে করেন।
৪।তিনি প্রায় ২০ লক্ষ বেকার প্রশিক্ষণের লক্ষ্যে ৫০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন।
৫।তিনি সংসদ সদস্যের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছেন এবং সংসদ সদস্যরা অন্য কোন কাজ করতে পারবেন না বলে তিনি মনে করেন।
৬। তিনি নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে অতিরিক্ত ১০ হাজার পুলিশ ও প্যারা মিলিটারি নিয়োগের কথা বলেছেন। এছাড়া দৈনন্দিন নিরাপত্তারর জন্য একটি নতুন পুলিশ বাহিনী গঠনের কথা বলেছেন এবং সকলের জন্য ১ মাসের মিলিটারি প্রশিক্ষণ বাধ্যতা মূলক কর্মসূচীর প্রস্তাব করেছেন।
৭। তিনি এক শ্রেণী কক্ষে সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থীর পাঠদানের পক্ষে।
৮। তিনি ৫ হাজার সীমানা রক্ষী বৃদ্ধি করার কথা বলেছেন।
৯। তিনি স্বাস্থ্য খাতে বিশাল বিনিয়োগের মাধ্যমে আমূল পরিবর্ত চান। তিনি অবসর নিবাসের সংখ্যা দ্বিগুণ করতে চান।
১০। তিনি ২০২২ সালের মধ্যে গোটা ফ্রান্সকে ৪জি নেটওয়ার্ক এর আওতায় আনতে চান। এছাড়া যে এলাকায় আবাসন সমস্যা সেখানে নতুন আবাসন গড়তে চান।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply