রোহিঙ্গা সংকট নিরসনে ৪+১ ফর্মুলা দিল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক: ইন্দোনেশিয়া রোহিঙ্গা সংকট নিরসনে ৪ যোগ ১ ফর্মুলা মিয়ানমারের কাছে পেশ করেছে। মিয়ানমারের রাজধানীতে দেশটির স্টেট কনস্যুলার অং সান সুচির সঙ্গে বৈঠকের সময়ে এটি পেশ করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনটো মারসুদি।
মারসুদি বলেন, মানবিক এবং নিরাপত্তা পরিস্থিতি সংকটের যেন অবনতি না হয়ে সে জন্য এ প্রস্তাবের প্রথম চারটি শর্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এ সব শর্ত হলো, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন এবং অহিংস আচরণ, রাখাইন প্রদেশে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবিলম্বে মানবিক সহযোগিতা শুরু করা।
এ ছাড়া, জাতিসংঘের সাবেক মহাসচিব কুফি আনানের নেতৃত্বাধীন উপদেষ্টা প্যানেলের প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন হলো ফর্মুলার সর্বশেষ শর্ত।
মারুসুদি আজ সংক্ষিপ্ত সফরে ঢাকা পৌঁছেছেন এবং মিয়ানমার সফর সম্পর্কে বাংলাদেশের নেতৃবৃন্দকে অবহিত করবেন।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ