• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ভোটাররা ওঁলাদের চেয়ে সারকোজিকেই যোগ্য মনে করছেন

| মার্চ 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:: ফ্রসোয়া ওঁলাদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এক বছরও পূর্ণ হয়নি এর মধ্যেই ফ্রান্সের ভোটাররা তার পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন।পাশাপাশি সংখ্যা গরিষ্ঠ ভোটাররা মনে করছেন সারকোজিরই ক্ষমতায় থাকা উচিত ছিল।

দুই তৃতীয়াংশেরও বেশী ভোটার  ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রসোয়া ওঁলাদের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন, রোববার ফ্রান্সের ‘লো প্যারিসিয়া’ নামক পত্রিকাটি একটি বিভিএ জরিপ অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছে।

জরিপে অংশ গ্রহণকারী মোট ভোটারের ৬৮ শতাংশ ফ্রসোয়া ওঁলাদের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন, যাদের ৯২ শতাংশ গত নির্বাচনে সারকোজিকে সমর্থন করেছিলো।

২০১২ এর নির্বাচনে যারা ওঁলাদকে সমর্থন করেছিল তাদের মধ্যে ৪৪ শতাংশ ফ্রসোয়া ওঁলাদের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন।

জরিপে ভোটারদের নিকট প্রধান ইস্যুজ ছিল অর্থনীতি, বেকারত্ব ,মধ্যবিত্ব শ্রেণীর ট্যাক্স বৃদ্ধি এবং সরকারের রাজস্ব ঘাটতি কমানোর টার্গেট পূরণে অসমর্থ হওয়া ইত্যাদি।

 বর্তমানে ফ্রান্সে বেকারত্বের হার গত ১৫ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ যেখানে মোট কর্মক্ষম লোকদের ১০ শতাংশ বেকার।

জরিপে অংশ গ্রহণ কারী ৫৪ শতাংশ ভোটার মনে করেন ওঁলাদ সরকারের পক্ষে দেশের অর্থনীতির উল্লেখ যোগ্য পরিবর্তন স্বাধন করা সম্ভব নয়।

ওঁলাদ সরকারের ৪৮ শতাংশ সমর্থক ফ্রসোয়া ওঁলাদের পারফরম্যান্সে উদ্বেগ প্রকাশ করেছেন।এবং ডান সমর্থিত ৬২ শতাংশ ভোটারও একই মত প্রকাশ করেছেন।

ফ্রসোয়া ওঁলাদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক বছরও পূর্ণ না হতে ফ্রান্সের ৫১  শতাংশ ভোটার মনে করছেন নিকোলাস সারকোজি পূনঃনির্বাচিত হলেই ফ্রান্সের সার্বিক উন্নয়নে অপেক্ষাকৃত বেশী ভূমিকা রাখতে সক্ষম হতেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply