আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী সাইয়িদ গণফোরামে
আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ আজ সোমবার গণফোরামে যোগ দিয়েছেন। দুপুরে গণফোরামের আরামবাগ অফিস থেকে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেপ্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে আবু সাইয়িদ আমাদের পার্টি অফিস থেকে ফরম নেন। এখন তিনি ড. কামাল হোসেনের চেম্বারে যাবেন দেখা করতে।’
আবু সাইয়িদ এবার পাবনা-১ থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কেনেন, তবে ওই দল থেকে মনোনয়ন পাননি। সেখান থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু। এক-এগারোতে সেনা–সমর্থিত সরকারের সময়ে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন আবু সাঈদ। তিনি ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গণফোরাম এবার জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করবে। সামরিক বাহিনীর সাবেক সদস্যসহ বেশ কয়েকজন ইতিমধ্যে গণফোরামে যোগ দিয়েছেন।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, রাজনীতি