• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

হুগো শ্যাভেজ আর নেই: পুরো ভেনেজুয়েলা জুড়ে শোকের ছায়া

| মার্চ 6, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যানসারের সঙ্গে দীর্ঘ দুই বছর লড়াই করে গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি সাফল্যের সাথে ১৪ বৎসর ভেনেজুয়েলা পরিচালনা করেন।

তিনি মৃত্যু পর্যন্ত ভেনেজুয়েলার দরিদ্র জনগণের নিকট জনপ্রিয় ছিলেন। রাষ্ট্রীয় তেল শিল্প দ্বারা গঠিত নানা সমাজকল্যাণ কর্মসূচি থেকে দরিদ্র জনতা অনেক ​​উপকৃত হয়েছিল এবং তিনি তাদের হৃদয় থেকে সমর্থন জিতে নিয়েছিলেন কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চ ক্লাসের ব্যাক্তিরা ছিল তার ততটাই বিরোধী।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রসোয়া ওঁলাদ বুধবার বলেন, “হুগো শ্যাভেজের মুত্যুর পর ভেনেজুয়েলা তার গণতন্ত্র এবং স্থিতিশীলতার পরীক্ষার সম্মুখীন হয়েছে।” তিনি মরহুম নেতার “ন্যায়ের জন্য লড়াই”-কে সম্মান জানান। ফ্রান্সের সকল ডানপন্থী ও বামপন্থী নেতাগণ হুগো শ্যাভেজকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও সম্মান জানান।

হুগো শ্যাভেজের মৃত্যুতে ভেনেজুয়েলাতে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে। শ্যাভেজ তার উত্তরাধিকারী হিসাবে ভাইস প্রেসিডেন্ট Nicolas Maduro –কে মনোনিত করেন কিন্তু
ভাইস প্রেসিডেন্ট Nicolas Maduro তার দায়িত্ব নির্বাচনের পূর্ব পর্যন্ত পালন করবেন। সংবিধান অনুসারে,  ৩০ দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply