• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আব্দুল জলিলের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তার বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হবে

| মার্চ 6, 2013 | 0 Comments

ইউরোবিডি নিউজঃ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান জনাব আবদুল জলিল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

হৃদরোগের চিকিৎসার জন্য গত ২৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় আওয়ামী লীগের প্রবীণ নেতা জলিলকে। কিন্তু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এর আগে তিনবার বাইপাস সার্জারি হয় আবদুল জলিলের।

সংসদ সদস্য মো. ইসরাফিল আলম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জলিলের মরদেহ দেশে পৌঁছাবে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মার্কেন্টাইল ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে, ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য জলিলের মরদেহ নেয়া হবে। সকাল সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে।

মরহুম নেতা আব্দুল জলিলকে তার বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হবে । আব্দুল জলিলের শেষ ইচ্ছা অনুযায়ীই তাকে সেখানে দাফন করা হবে।

বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে ৭ দিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টায় কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করা হবে বলে জানান তিনি।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, রাজনীতি, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply