ইতালীতে অভিবাসী বিরোধী আইনের প্রতিবাদে প্রবাসীদের সমাবেশ
ইউরোবিডি24নিউজ:
মোহাম্মাদ উল্লাহ সোহেল ইতালি থেকে :ইতালীর বর্তমান সরকারের করা প্রবাসী বিরোধী কালো আইন বাতিল এর দাবীতে প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করা হয় ইতালীর ভেনিসে। গতকাল ইতালীর সাইড বাই সাইড এর আয়োজনে ও ভিক্টরিয়ার নেতৃত্বে ইতালীর ও বিদেশী ছোট বড় শতাধিক সংগঠন ও সংস্হা র কয়েক হাজার প্রবাসী এতে অংশ নেন। সমাবেশে ভেনিসে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসী প্রতিনিধি রা বক্তব্যে বলেন ইতালীর স্বরাট্রমন্ত্রী মাতেও সালভিনি ইতালীতে বসবাসরত অভিবাসীদের তাড়ানোর জন্য নতুন নতুন আইন পাশ পরে প্রবাসীদের হয়রানি করছে । আগে প্রেরমেসোদি সৌজর্ন রিনিও করতে রেসিডেন্ট কার্ড লাগতো না , এখন রোসিডেন্ট কার্ড , অসপিতি ও কাজের কন্টাক্ট পএ বাধ্যতামূলক করায় , বিভিন্ন দেশ হতে আগত শরনার্থীদের মানবাধিকার সৌজর্ন না দেয়া । সমুদ্র পথে আসা বিদেশীদের সমান অধীকার না দেয়া , ইতালীতে জন্মগ্রহণ কারী ছেলে , ময়ে দের পাচপোট না দেয়া এবং রেসিডেন্ট এর বয়স ১০ বছর হওয়ার পর ২ বছরের মধ্যে ইতালীয়ান পাসপোর্ট দেয়ার আইন বাতিল করে ৪ বছর সহ বিভিন্ন কালো আইন বাতিল করতে হবে। পিয়াচ্ছা আলে রোমা সংলগ্ন ভেনিস ট্রেন ষ্টেশনের বাইরে কয়েক হাজার প্রবাসী প্রেকার্ড, ব্যানার , ফেস্টুন হাতে স্বরাষ্টমন্ত্রী মাতেও সালভিনি র বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন । সে সময় ইতালীয়ান ছেলে মেয়েরা সং সেজে নিত্যের তালে বাদ্য যন্ত্র বাজিয়ে কালো আইন বাতিল করে সকলের সমান অধিকারের দাবী জানান। বিশাল এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশীদের পক্ষে ভেনিস বাংলা স্কুল কতৃপক্ষ অংশ গ্রহন করেন সমাবেশ শেষে প্রতিবাদ রেলি টি ভেনিসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিন করে পিয়াচ্ছা সানপওলো তে গিয়ে শেষ করা হয়।
Category: Community Italy, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ