প্রতারকরা প্রবাসীদের টার্গেট করে প্রতারনা করছে ।প্রবাসীরা সাবধান !!
আনোয়ার মাসুম, এডিশনাল এসপি- বিসিএস(পুলিশ):
প্রবাসীরা বুকের ভেতর বাংলাদেশ নিয়ে দেশের বাইরে অবস্থান করে ।মায়ের মতো , মাতৃভূমির প্রতি তারা সত্যিকার অর্থে নাড়ির টান অনুভব করে। প্রবাসীরা অনেক ত্যাগ , মেধা ও পরিশ্রমের বিনিময়ে বিদেশের মাটিতে সৎপথে আয় করে দেশে টাকা পাঠায় । দেশের অর্থনীতিতে প্রবাসী আয় অন্যতম চালিকাশক্তি । শুধু গত এক মাসেই ( জানুয়ারি ,২০১৯ ) তারা রেকর্ড পরিমান টাকা দেশে পাঠিয়েছে যা বাংলাদেশী টাকায় ১৩ হাজার কোটি টাকারও বেশী । অতিরিক্ত জনসংখ্যা ও বেকারত্বের এই দেশে প্রবাসীদের অবদানের কথা বিবেচনা করলে তারা দেশের অর্থনীতির বীর সন্তান।
দুঃখজনক ব্যাপার হচ্ছে, দেশে অনেক প্রতারক প্রবাসীদের টার্গেট করে প্রতারনা করছে । প্রতারকদের নিকট প্রবাসীদের টাকা খোয়ানোর অনেক রিপোর্ট পুলিশের কাছে আসছে । প্রতারকদের কৌশল নিন্মরুপ ঃ-
১। প্রতারকচক্র সাজানো অফিস ভাড়া নিয়ে বিভিন্ন নামসর্বস্ব ভুয়া "সমিতি" বা "কো অপারেটিভ সোসাইটি" গঠন করে প্রবাসী বা প্রবাসীর আত্মীয়দের সেখানে অধিক লাভের লোভ দেখিয়ে টাকা বিনিয়োগে উৎসাহ দেয়। প্রতারক লোভ দেখায় তাদের কাছে টাকা রাখলে ব্যাংকের চেয়ে কয়েকগুন বেশী মুনাফা পাওয়া যাবে । অনেকে ভুল করে এসব "সমিতি" বা "কো অপারেটিভ সোসাইটি" কে ব্যাংক ভেবে ভুল করে টাকা রাখে । এক পর্যায়ে প্রবাসীসহ সাধারন মানুষের কোটি কোটি টাকা নিয়ে অফিস বন্ধ করে প্রতারকচক্র পালিয়ে যায়। মানুষ টাকা হারিয়ে শোকে হায় হায় করে , তাই পত্র পত্রিকায় এসব কোম্পানিকে "হায় হায় কোম্পানি" বলে ।
২। প্রতারকগন জমি বা ফ্ল্যাট বিক্রয়ের কথা বলে প্রবাসীদের টাকা নিয়ে তালবাহানা করে ।
৩। বিয়ের নামে আরেক ধরনের প্রতারনা হয়। প্রতারকচক্র সুন্দরী মেয়েদের টোপ হিসেবে ব্যবহার করে তাদের দিয়ে ফোনে বা ফেসবুকে প্রবাসীদের সাথে সম্পর্ক করে বিয়ের ব্যবস্থা করে । বিয়ের পর দেনমোহর , মূল্যবান গয়না , বিভিন্ন অজুহাতে অনেক টাকা হাতিয়ে নিয়ে তালাক দিয়ে আবার আরেকজনকে ফাঁদে ফেলে ।
প্রতারনার এ ধরনের অনেক বাস্তব ঘটনা আছে । প্রবাসীদের টার্গেট করার কারন হচ্ছে , প্রবাসীরা যেহেতু বিদেশে থাকে তাই তারা প্রতারকদের বিরুদ্ধে মামলা করতে আগ্রহী হয়না ।মামলা করলেও যেহেতু চোরকে ধরতে হলে চোরের পেছনে দৌড়াতে হয়, প্রবাসীরা বিদেশে থেকে এই দৌড় দিতে পারেনা । তাই প্রবাসীদের সতর্ক থাকতে হবে । মনে রাখবেন , আপনার পকেটের টাকা একবার অন্য কারো পকেটে গেলে সেই টাকা উদ্ধার অনেক কঠিন ।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ