আজ ব্রাসেলস এ ২ দিনের ই ইউ সামিট শুরু
ফ্রান্স ডেস্ক:
আজ ২৮ জুন বৃহস্পতি বার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এ শরু হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ২ দিন ব্যাপি ই ইউ সামিট।এবারের ই ইউ সামিট ইউরোপের ভবিস্যত নির্ধারনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঋণ সংকট কাটিয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তোলাই মুলত এবারের সামিটের মূল লক্ষ্য।
ই ইউ সামিটকে সামনে রেখে ইতিমধ্যে গত কাল বুধবার ইউরোপীয় ইউনিয়নের ২ শক্তিধর দেশ জার্মান ও ফ্রান্সের রাষ্ট্র প্রধান এন্জেলা মারকেল এবং ফঁসোয়া ওলাদ সামিট পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে প্যারিসে এক আলোচনায় মিলিত হন।
মারকেল বলেন আমি আশা করি এবারের সামিটে ইউনিয়নের নেত্রীবৃন্দরা ১৩০ বিলিয়ন ইউরোর বেইল আউট প্যাকেজ নিয়েই অধিক আলোচনা করবেন।তিনি বলেণ পরিস্থিতি বিপদজনক সুতরাং একটি শক্তিশালী ও স্হায়ী ভবিষ্যত ইউরোপ গড়েতোলা আমাদের জন্য বাধ্যতামূলক।মর্কেল ইউনিয়নের প্রতিটি সদস্য রাষ্ট্রকে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির আহবান জানান।
ওলাদ বলেন আমাদের যতটা প্রয়োজন ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এবং যতটা সম্ভব সংহতি অর্জন করতে হবে।
Category: 1stpage, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium