• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জার্মানির বার্লিনে পুলিশের গাড়িতে নবজাতক শিশুর জন্ম

| জুন 30, 2012 | 0 Comments

জার্মান ডেস্ক:জার্মানির বার্লিনে ক্রিস্টোপার স্ট্রিট ডে প্যারেডে আটকা পড়ে গত ২৩ জুন শনি বার এক ভদ্র লোক তার স্ত্রীকে ডেলিভারির জন্য হাসপাতালে নিতে ব্যর্থ হয়ে পুলিশের সহায়তা চান। পুলিশ ঐ দম্পতিকে তাদের গাঢ়িতে তুলে এম্বুল্যান্স কল করে। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে এম্বুলেন্স এসে পৌছতে দেরি হওয়াতে ঐ মহিলার প্রসব প্রক্রিয়া পুলিশের গাড়িতেই শুরু হয়ে যায়। পুলিশ অফিসার মারিও স্টোকলেইন যখন দেখলেন প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখন তিনি প্রায় ২৫ বছর আগে নেয়া প্রাথমিক চিকিতসা ট্রেনিং কাজে লাগিয়ে প্রসব কাজ সম্পন্ন করেন ।

পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানালেন মা এবং শিশু দুই জনই সুস্থ আছেন।

Category: 1stpage, ইউরো-সংবাদ - German, জার্মান

About the Author ()

Leave a Reply