• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগস্ট বর্বর গ্রেনেড হামলার ১৮ তম বার্ষিকী পালিত

| আগস্ট 22, 2022 | 0 Comments

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম কলঙ্কজনক অধ্যায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা। দেশের ইতিহাসের সেই নৃশংসতম হত্যাযজ্ঞের ১৮তম বার্ষিকী আজ।


বর্বরোচিত গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত নারীনেত্রী বেগম আইভি রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আজ ফ্রান্স আওয়ামীলীগ এর আয়োজনে ২১শে আগস্ট পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ফ্রান্স আওয়ামীলীগ এর সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বর্তমান সম্মানিত সভাপতি জনাব এম. এ. কাশেম এবং সঞ্চালনা করেন, ফ্রান্স আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসেন কয়েছ।

প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান মুজিব।


২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসীবিরোধী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসের শিকার হন আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। হামলার ধরন ও লক্ষ্যস্থল থেকে এটা স্পষ্টত যে, শেখ হাসিনাকে হত্যা করাই ছিল ওই গ্রেনেড হামলা ও গুলিবর্ষণের উদ্দেশ্য। দলীয় নেতা-কর্মীদের তৈরি মানববর্মে শেখ হাসিনা রক্ষা পেলেও ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২৪ জন নেতা-কর্মী প্রাণ হারান এবং প্রায় ৩০০ জন গুরুতর আহত হন।

সভায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ, প্যারিস নগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply