ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্টে তথ্য সংশোধন সংক্রান্ত জটিলতা নিরসনে ভুক্তভোগীদের সাথে রাষ্ট্রদূতের বৈঠক।
ফ্রান্সে প্রবাসীদের সংশোধিত তথ্যে পাসপোর্ট প্রাপ্তি সংক্রান্ত জটিলতা সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দীর্ঘিদিন থেকে যে সকল প্রবাসীরা পাসপোর্ট সংশোধন জটিলতায় আছেন এমন প্রবাসী প্রতিনিধিদের সমস্যা সমাধানে দূতাবাসের পক্ষ থেকে শুক্রবার ২৬ আগস্ট আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।
এসময় দূতাবাসের সকল কর্মকর্তার পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বয়স সংশোধনকে কেন্দ্র করে ঘনীভূত হতে থাকা সমস্যার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস এই মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই ভুক্তভোগী প্রবাসীগণ রাষ্ট্রদূতকে ফুল দিয়ে দূতাবাসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান।
তথ্য সংশোধন জটিলতায় পাসপোর্ট না পাওয়ার বিষয়টি তারা রাষ্ট্রদূতের নিকট ব্যক্ত করেন এবং পাসপোর্ট না পাওয়ায় সৃষ্ট অভিবাসন জটিলতা তুলে ধরেন।
দূতাবাসের হ্যাড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাসেম এর পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এসময় মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা উপস্থিত প্রত্যেক ভুক্তভোগীর কথা মনোযোগ সহকারে শোনেন এবং পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় দূতাবাসের আইনী সীমাবদ্ধতা পূনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত আরও বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা দূতাবাস নিয়মিতভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে অবহিত করে। রাষ্ট্রদূত তাদের ভোগান্তির কথা সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট পুনরায় তুলে ধরবেন মর্মে আশ্বাস দেন।
এসময় ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, কমিউনিটি নেতা সুব্রত শুভ, সাত্তার আলী সুমন, এমদাদুল হক স্বপন সহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজকর্মী উপস্থিত ছিলেন। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউরোবিডি24নিউজের সম্পাদক ইমরান মাহমুদ, নবকন্ঠের সম্পাদক আবু তাহির, সময় টিভির লুৎফর রহমান বাবু, এসএ টিভির আব্দুল মালেক হিমু, পিভিটিভির এএমসি রোমেল এবং দেশ প্রিয় নিউজের খালিদ গোলাম কিবরিয়া। বক্তারা পাসপোর্ট সংশোধনে করণীয় সম্পর্কে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং এ সমস্যা নিরসনে দূতাবাসের স্বতঃপ্রণোদিত প্রবাসীবান্ধব উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট ২০২২ তারিখে পাসপোর্ট জটিলতায় বৈধতার জন্য অপেক্ষমাণ একদল বাংলাদেশী নাগরিক বাংলাদেশ দূতাবাসের সামনে আন্দোলনের ডাক দেন, যা পরবর্তিতে বাতিল ঘোষণা করা হয়।
Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ, শীর্ষ সংবাদ