• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন “বিডি বস” এর প্যারিস শো-রুম উদ্বোধন ৬ নভেম্বর।

| নভেম্বর 4, 2022 | 0 Comments

ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন পোশাক সামগ্রীর সমাহার “বিডি বস” এর প্যারিস শো-রুম উদ্বোধন হতে যাচ্ছে ৬ নভেম্বর বিকাল ৫টায়। সারসেলে প্রতিষ্ঠানটি প্রথম শো-রুম দিয়ে যাত্রা শুরু করে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এবার রাজধানী প্যারিসে তাদের ২য় শো-রুম উদ্বোধন হতে যাচ্ছে।

দেশীয় ঐতিহ্যের পায়জা, পাঞ্জাবি, ফতুয়া, কোটি, শেরওয়ানি, পাগড়ি জুতা যেমন রয়েছে, পাশাপাশি আধুনিক ফ্যাশনের সকল ধরনের ক্যাজুয়াল টি শার্ট, জিন্স, ওয়ালেট, বেল্ট, রানার পাওয়া যাবে বিডি বসের প্যারিস শো-রুমে। এছাড়া অফিসিয়াল সকল ফরমাল শার্ট-প্যান্ট, স্যুট বুট সহ সকল ধরনের পরিধেয় পন্যের সমাহার রয়েছে এখানে। এতোদিন শুধু পুরুষদের পোশাকের সমাহার থাকলেও এবার মহিলাদের এক্সক্লুসিভ কিছু আইটেম নিয়ে লেডিস কর্ণারও চালু হতে যাচ্ছে বিডি বসের প্যারিস শো-রুমে।

বিডিবসের সত্বাধীকারী ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির তরুণ উদ্যোক্তা আইয়ুব হাসান জানান,” সারসেলের পর এটা আমাদের দ্বিতীয় শো-রুম প্যারিসে। কমিউনিটির কাছে দেশীয় ঐতিহ্যের পোশাকের পাশাপাশি সকল ধরনের আধুনিক পোশাক ও অন্যান্য পরিধেয় পন্য আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমাদের প্যারিসে শো-রুম করার চিন্তা মাথায় আসে। আশা করছি সারসেলের পর প্যারিসবাসীরাও বিডিবসকে ভালোবাসায় মুগ্ধ করবে।” তিনি সকলের দোয়া চেয়েছেন এবং ৬ নভেম্বর রবিবার বিকাল ৫টায় বিডিবসের প্যারিস শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে অনুরোধ করেছেন।

Category: Community France, Community news 1st page, Notice Board, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply