• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে বাংলাদেশী ব্র্যান্ড “বিডি বস”-এর প্যারিস শো-রুম উদ্বোধন

| নভেম্বর 7, 2022 | 0 Comments

ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন পোশাক সামগ্রীর সমাহার “বিডি বস” এর প্যারিস শো-রুম এর শুভ উদ্বোধন হয়ে গেলো ৬ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায়। প্যারিসের উপশহর সারসেলে প্রতিষ্ঠানটি প্রথম শো-রুম দিয়ে যাত্রা শুরু করে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এবার “বিডি বস” এর সত্বাধীকারী ফ্রান্সে বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ উদ্যোক্তা রাজধানী প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত গার দু নর্দে ব্র্যান্ডটির নতুন আরেকটি শো-রুম শুভ উদ্বোধন করলেন। প্যারিসের গার দু নর্দ কিংবা গার দো ল’ইস্ট স্টেশান থেকে খুব সহজেই আসা যাবে বিডি বস এর প্যারিস শো-রুমে।

“বিডি বস”-এর প্রায় ৩০০বর্গমিটারের সুবিশাল আয়তনের প্যারিস শো-রুমে দেশীয় ঐতিহ্যের পায়জা, পাঞ্জাবি, ফতুয়া, কোটি, শেরওয়ানি, পাগড়ি জুতা যেমন রয়েছে। পাশাপাশি আধুনিক ফ্যাশনের সকল ধরনের ক্যাজুয়াল টি শার্ট, জিন্স, ওয়ালেট, বেল্ট, জুতা, রানার, সুগন্ধি প্রসাধনী পাওয়া যাবে বিডি বসের প্যারিস শো-রুমে। এছাড়া অফিসিয়াল সকল ফরমাল শার্ট-প্যান্ট, স্যুট বুট সহ সকল ধরনের পরিধেয় পন্যের সমাহার রয়েছে এখানে। এতোদিন শুধু পুরুষদের পোশাকের সমাহার থাকলেও এবার মহিলাদের এক্সক্লুসিভ কিছু আইটেম নিয়ে লেডিস কর্ণারও চালু হতে যাচ্ছে “বিডি বস”-এর প্যারিস শো-রুমে।

বিডিবসের সত্বাধীকারী ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির তরুণ উদ্যোক্তা আইয়ুব হাসান জানান,” সারসেলের পর এটা আমাদের দ্বিতীয় শো-রুম প্যারিসে। কমিউনিটির কাছে দেশীয় ঐতিহ্যের পোশাকের পাশাপাশি সকল ধরনের আধুনিক পোশাক ও অন্যান্য পরিধেয় পন্য আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আমাদের প্যারিসে শো-রুম করার চিন্তা মাথায় আসে। আশা করছি সারসেলের পর প্যারিসবাসীরাও “বিডিবস”-কে ভালোবাসায় মুগ্ধ করবেন।” তিনি বাংলদেশী ব্র্যান্ড “বিডি বস” দিয়ে দেশকে বিদেশের মাটিতে প্রমোট করতে সকলের দোয়া চেয়েছেন। বিডিবস-এর প্যারিস শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাংবাদিক এবং কমিউনিটি ব্যক্তিত্ব ইমরান মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ীগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বিডি বস-এর সত্বাধিকারী তরুণ উদ্যোক্তা আইয়ুব হাসানকে সাধুবাদ জানান এবং তার এই ব্যবসাকে সফল করতে প্রবাসী বাংলাদেশী সকলকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা বলেন, ফ্রান্সে আমরা এখন অনেক শক্ত অবস্থানে এবং প্যারিসের মত জায়গায় এমন বৃহৎ পরিসরে দেয়া শোরুম সেটিই প্রমাণ করে।

অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সকল অতিথিদের নিয়ে ফিতা এবং কেক কাটেন বিডি বস-এর সত্বাধিকারী উদ্যোক্তা আইয়ুব হাসান, মিসেস হাসান এবং তার সন্তানেরা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকলকে বাংলাদেশী বিভিন্ন দেশীয় ঐতিহ্যের খাবার, পিঠাপুলি এবং মিষ্টান্ন দিয়ে আপ্যায়ণ করা হয়।

উল্লেখ্য “বিডি বস”-এর প্যারিস শো-রুমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বেশকিছু পণ্যের উপর ৫০% পর্যন্ত ছাড়ের অফার দেয়া হয়েছে, যা চলবে আগামী ২০ নভেম্বর ২০২২ পর্যন্ত।

ফ্রান্সে পেশাদার ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান “ইভেন্ট এক্সপার্ট ইন্টারন্যাশনাল”-এর সার্বিক ব্যবস্থাপনায় এমন সুন্দর গ্র্যান্ড ওপেনিং সিরিমনি আয়োজনের জন্য বিডিবস এর সত্বাধিকারী আইয়ুব হাসান ইভেন্ট এক্সপার্ট ইন্টারন্যাশনালকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply