চাভেজের মাকে সান্ত্বনা দিয়ে তোপের মুখে আহমাদিনেজাদ
ইউরোবিডি সংবাদ:সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে বিপাকে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এ ঘটনায় ইরানের ধর্মীয় নেতাদের তোপের মুখে পড়েছেন তিনি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বিপ্লবী হুগো চাভেজ সম্প্রতি মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কারাকাসে যান আহমাদিনেজাদ। এ সময় চাভেজের মা এলেনা ফ্রিয়াসকে আলিঙ্গন করে সান্ত্বনা দেন ইরানি প্রেসিডেন্ট। পরে এই দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। ইরানের ধর্মীয় নেতারা এ দৃশ্য দেখে বেজায় চটেছেন।
ইরানে কঠোর ধর্মীয় রীতি অনুসরণ করা হয় এবং কোনো পুরুষের পক্ষে অন্য নারীকে আলিঙ্গন করা পাপ হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় নেতাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমগুলোতে ওই ঘটনাকে ‘নিষিদ্ধ’, ‘অশোভনীয়’ ও ‘অমার্জিত’ আচরণ বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া চাভেজের মৃত্যুতে আহমাদিনেজাদের পাঠানো শোকবার্তায় তাঁকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করারও সমালোচনা করেন ধর্মীয় নেতারা। ধর্মীয়নেতা আয়াতুল্লা মো. ইয়াজদি বলেন, ‘চাভেজের মাকে আহমাদিনেজাদের আলিঙ্গন প্রমাণকরল, তিনি দেশের এবং তাঁর অবস্থানের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মো. রেজা মিরতাজেদিনি কারাকাস সফরের সময় আহমাদিনেজাদের সঙ্গে ছিলেন। প্রেসিডেন্ট যখন এলেনা ফ্রিয়াসকে আলিঙ্গন করছিলেন, তখন তিনি পাশেদাঁড়ানো ছিলেন। ছবি প্রকাশের পর রেজা এটিকে ভুয়া বলে দাবি করেছিলেন।এপি।
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ