ফ্রঁসোয়া ওলাদ স্বীকার করলেন, “ফ্রান্স ২০১৩ সালে ৩.০ শতাংশ ঘাটতি লক্ষ্যে পৌঁছাতে পারবে না”
ইউরোবিডি সংবাদ: রাষ্ট্রপতি ফ্রঁসোয়া ওলাদ প্রথমবারের জন্য স্বীকার করেন যে ফ্রান্স তার ঘাটতির তিন শতাংশ টার্গেট এ বছর পূরণ করতে পারবেনা। ওলাদ Dijon-এর burgundy city-র একটি জনসম্মেলন যা তার একটি প্রচেষ্টা ছিল তার ঝিমিয়ে পড়া জনপ্রিয়তাকে পুনর্জীবিত করার, সেখানে তিনি একথা বলেন।
ফ্রান্স ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের দেয়া লক্ষ্য যা হল ঘাটতি কমিয়ে তিন শতাংশে নিয়ে আসা সেটা আর সম্ভব হচ্ছেনা। পূর্বাভাস অনুযায়ী, এটি সম্ভবত ৩.৭ শতাংশ হবে বলে জানান ওলাদ।
যেহেতু বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে এবং উন্নতি লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হচ্ছে তাই সরকার তার প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছে এবং ঘোষণা করে আগামী বছর আরো বাজেট কাট হবে।
এর অর্থ হচ্ছে আরো কঠোরতা এবং সামাজিক সুযোগ-সুবিধা ও পেনশনের অর্থ কমে আসতে পারে।
ওলাদ সেখানে ৪৮ ঘন্টা কাটান এবং তার পুরো সম্মেলনে তার বিরোধী নিকোলাস সারকোজীর কর্মকান্ডের সাথে তার কর্মকান্ডের তুলনায় জোর দেয়া হয়।
Dijon জনসম্মেলন ছিল একটি প্রচেষ্টা যেন ফরাসি সাধারণ লোকেদের সঙ্গে যোগাযোগ হয় এবং স্থানীয় উদ্বিগ্ন রাজনীতিবিদ যারা বাজেট সংক্রান্ত কাঠিন্যের প্রভাব নিয়ে চিন্তিত তাদের শান্ত করা যায়।
Dijon মেয়র এবং সেনেটর ফ্রাসোয়া Rebsamen বলেন, “মাত্র কয়েকজন নাখোশ জনগণ চেঁচিয়ে ওঠেন কিন্তু এছাড়া ফ্রঁসোয়া ওলাদ Dijon-এ একটি আনন্দের মুহূর্ত উপভোগ করেন।”
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ