সারকোজীকে অপমানের জন্য জরিমানাকে ইউরোপিয়ান আদালতের অগ্রাহ্যতা
ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, একটি ফরাসি কোর্টের বিরুদ্ধে রুল জারি করেছে যে কোর্ট এক ব্যাক্তিকে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজীর জন্য প্ল্যাকার্ডে অপমানজনক মন্তব্য লেখায় ২০০৮ সালে শাস্তিস্বরুপ ৩০ ইউরো জরিমানা করেছিল। কিন্তু ক্যাম্পেইনারগণ এ ব্যাপারে সন্তুষ্ট নন কেননা এখনও “প্রেসিডেন্টকে অপমান করা একটি শাস্তিযোগ্য অপরাধ”- উনিশ শতকের এ আইনটি সংশোধন করা হয়নি।
২০০৮ সালে সারকোজীর লাভাল এর ব্রিটানি শহর সফরকালে সাবেক সোশ্যাল ওয়ার্কার এবং বামপন্থী Parti de Gauche –এর সদস্য, রাষ্ট্রপতির জন্য অপমানজনক একটি প্ল্যাকার্ড উত্থিত করে।
এটিতে লেখা ছিল “Casse–toi, pauvre con!”, যার অনুবাদ হচ্ছে,“কেটে পড়, হতচ্ছাড়া”। এটি সেই পংক্তি, যা কয়েকমাস আগে প্যারিসের একটি কৃষি মেলায় রাষ্ট্রপতি নিজে ঐ ব্যাক্তিকে লক্ষ্য করে বলেছিলেন শুধুমাত্র এই জন্যে যে সেই ব্যাক্তি প্রেসিডেন্টের সাথে হ্যান্ডশ্যাক করতে অস্বীকৃতি জানিয়েছিল।
ঘটনাটি একটি YouTube হিট হয়ে ওঠে এবং সারকোজীর বিরোধীরা এটিকে একটি স্লোগান হিসেবে ব্যবহার করে।
বৃহস্পতিবার ইউরোপিয়ান কোর্ট সমগ্র পরিস্থিতি বিবেচনা করে বলে, “যদিও এটি অন্যায় কিন্তু একজন রাজনীতিবিদকে তার সমালোচনার ব্যাপারে আরও সহনশীল হতে হবে।”
এছাড়াও ইউরোপীয়ান কোর্ট এমন ধরনের বিদ্রুপাত্নক উক্তিকে জরিমানা করতে অনুৎসাহিত করে যেটি গণতান্ত্রিক বিতর্কে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ