• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউরোপের বাইরে থেকে পোপ হলেন হোর্হে মারিও বেরগোগলিও

| মার্চ 15, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ:

রোমান ক্যাথলিক চার্চের ইতিহাসে দীর্ঘ ১৩শ বছর পর আবার ইউরোপের বাইরে থেকে পোপ নির্বাচিত হলেন আর্জেন্টিনার যাজক হোর্হে মারিও বেরগোগলিও আর চার্চের দুই হাজার বছরের ইতিহাসে এবারই প্রথম ল্যাটিন আমেরিকা থেকে একজন শীর্ষ ধর্মযাজক পেল ক্যাথলিক ধর্মাবলম্বীরা তাছাড়া পোপ হিসাবে ফ্রান্সিস নামটিও প্রথম নিলেন হোর্হে মারিও বেরগোগলিও আগামী মঙ্গলবার ১৯ মার্চ অভিষেক অনুষ্ঠানের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে পোপের দায়িত্ব নেবেন ফ্রান্সিস

১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জন্মগ্রহণ করেন হোর্হে মারিও বেরগোগলিও তার মাবাবা ছিলেন ইতালীয় তিনি ৩২ বছর বয়সে ধর্মপ্রচারে মনোনিবেশ করেন ১৯৯২ সালে বিশপ এবং ১৯৯৮ সালে বুয়েনস আইরেসে আর্চবিশপের দায়িত্ব নেন ২০০১ সালে তৎকালীন পোপ দ্বিতীয় জন পল তাকে কার্ডিনাল নিযুক্ত করেন

রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু তথা পোপ নির্বাচন গত মঙ্গলবার শুরু করেন যাজকরা প্রথম দিন দুই দফা ভোটের পর চিমনি থেকে কালো ধোঁয়া বের হলে অপেক্ষমাণ লোকজন বুঝতে পারেন যে, নতুন পোপ নির্বাচনে সফল হতে পারেননি যাজকরা দ্বিতীয় দিন বুধবার সকালে দুই দফা ভোটেও একই ফল হয় বিকালে সিস্টাইন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হয় সেন্ট পিটারস স্কয়ারে উপস্থিত ভক্তরা উল্লাস প্রকাশ করে একে স্বাগত জানায় শহর জুড়ে বেজে উঠে ঘণ্টা মোট ৪৮টি দেশের ১১৫ জন যাজক পোপ নির্বাচনে ভোট দেন দুইতৃতীয়াংশ যাজকের সমর্থন পেয়ে পোপ নির্বাচিত হন

বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রায় ৪২ ভাগ ল্যাটিন আমেরিকায় বাস করে ওই অঞ্চলে দারিদ্র্যের পরিমাণ বেশি তবে পশ্চিমের তুলনায় চার্চের সংখ্যা অনেক বেশি ছাড়া ওই অঞ্চলের মানুষ পশ্চিমাদের মতো ভোগবাদী নয় তাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও কম নতুন পোপকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুন পোপকেচ্যাম্পিয়ন অব দ্য পুওরউল্লেখ করে বলেন, পোপ হিসেবে ফ্রান্সিসকে নির্বাচন এমন এক অঞ্চলের ক্ষমতা প্রাণশক্তির কথা বলছে, যে অঞ্চল দিন দিন বিশ্বকে একটি কাঠামোয় দাঁড় করাচ্ছে এছাড়া যুক্তরাজ্য, ইসরাইল, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে নতুন পোপকে স্বাগত জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিবও তাকে অভিনন্দন জানিয়েছেন

সূত্র: বিবিসি ও রয়টার্স

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply