• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিরিয়া যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ফরাসিদের বিক্ষোভ

| মার্চ 17, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ: শনিবার প্যারিসে ফরাসী বিক্ষোভের দ্বিতীয় দিন পালিত হয়েছে এবং সেখানে সিরিয়ান সরকারের নিন্দা ও জাতিসংঘের আলস্যের সমালোচনা অনুষ্ঠিত হয়েছে। সিরিয়ান যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর অংশ হিসাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“বাশার, হতভাগা দূর হও, সিরিয়া তোমার নয়!,” লা প্লেস দো লা রিপাবলিকে সিরিয়ান পতাকা উত্তোলন করে শত শত বিক্ষোভকারীরা এ কথা উচ্চারণ করতে থাকে।
একটি ট্রাকের ব্যানার যা মিছিলের মূল অংশ সেখানে লেখা ছিল, “কেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়, আল আসাদ শাসকদের দ্বারা সম্পাদিত গণহত্যার মুখে নীরব?”

প্রতিবাদকারীরা ৩৮ বছর বয়সী ফরাসি আলোকচিত্রী, “অলিভিয়ের ভসিন” কে শ্রদ্ধা জানায় যিনি ​​ফেব্রুয়ারীতে সিরিয়ায় নিহত হন। এছাড়াও অন্যান্য ১২০ জন সাংবাদিক এবং ফটোগ্রাফার ঐ সংঘাতে নিহত হন যাদেরকে “সত্যের চোখ শাশ্বত” নামক সপ্রশংস স্বীকৃতি দেওয়া একটি ব্যানারের মাধ্যমে স্মরণ করা হয়।

এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং সেইসাথে ফরাসি বামপন্থী নতুন বিরোধী ক্যাপিটালিস্ট দল মিছিলে অংশ নেয়।
১৫ মার্চ, ২০১১ তে শুরু হওয়া সিরিয়ান দ্বন্দ্বে কমপক্ষে ৭০,০০০ লোক হত্যা করা হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply