• ১০ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সমকামী বিবাহ বিরোধী মার্চকে পুলিশের -“না”

| মার্চ 17, 2013 | 0 Comments

ইউরোবিডি সংবাদ:  ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশ, নিরাপত্তার খাতিরে সমকামী বিবাহ বিরোধীদেরকে বিখ্যাত Champs-Élysées-এ মার্চ করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এপ্রিল এর শুরুর দিকে প্রস্তাবিত সমকামী বিবাহ আইনের ওপর ভোট দেওয়া হবে।

 এপ্রিলের শুরুতে, ফ্রান্সের সেনেট এই বিভেদজনক সমকামী বিবাহ বিলের সভাপতিত্ব করবেন। প্যারিস পুলিশ, প্রস্তাবিত এ আইনের বিরোধীদের  ঐতিহাসিক Champs Élysées-এ মার্চ করার  অধিকার প্রদান করতে অস্বীকার করেন যা মূলত নিরাপত্তার কারণে করা হয়েছে।

সমকামী বিবাহ আইন এমন একটি চুক্তি হিসেবে পরিগণিত হবে যেখানে একজন পুরুষ ও মহিলার মধ্যে বিয়ের চেয়ে একে দুজন মানুষের মধ্যে বিয়েকে প্রাধান্য দেয়া হবে। গত মাসে ফ্রান্স জাতীয় সংসদে এ বিলটি সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা অনুমোদিত হয় তবুও সমকামী বিবাহ বিরোধীগণ এর অগ্রগতি প্রতিরোধের আশা ছাড়েনি।

সমকামী বিবাহ বিরোধীগণ ২৪ মার্চ বিখ্যাত Champs Élysées-এ বিক্ষোভের আহবান জানায় কিন্তু প্যারিসের পুলিশ কোনভাবেই সেখানে অবস্থান নেয়াকে স্বীকৃতি দিচ্ছেনা কেননা এটি নিরাপত্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যেহেতু Champs Elysée প্রেসিডেন্ট প্রাসাদ সীমানায়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply