• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আমার এই হাত দিয়ে মাকে কবর দিলাম, আজ বাবাকেও কবর দিতে হচ্ছে- পাপন

| মার্চ 22, 2013 | 0 Comments

Eurobd24news(Dhaka Desk): সকাল থেকেই দূর দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ   প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ  ও  রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জানাজায় অংশ নিতে জাতীয় ঈদগাহে জড়ো হন। জানাজার আগে সেখানেই জুমার নামাজ আদায় করেন তারা।

বেলা ২টা ১২ মিনিটে রাষ্ট্রপতির মরদেহ ঈদগাহ ময়দানে নিয়ে আসার পর রীতি অনুযায়ী সমবেতদের কাছে বাবার জন্য ক্ষমা চেয়ে নেন রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান। জাতীয় ঈদগাহ ময়দানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দ্বিতীয় জানাজার আগে সমবেত লাখো মানুষের উদ্দেশে কথা বলেন তার ছেলে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি।
তিনি বলেন, তিনি মানুষকে ভালোবেসে গেছেন। কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি। আজ আপনারা যে ভালোবাসা ও দোয়া করেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। মৃত্যুর আগে তিনি জেনে গেছেন সারাদেশের মসজিদে দোয়া, মন্দির, গির্জায় তার জন্য প্রার্থনা হয়েছে।
তিনি আরও বলেন, কারো কাছে তার কোনো দেনা-পাওনা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহতায়ালা যেন তাকে বেহেশত নসিব করেন। আমার এই হাত দিয়ে মাকে কবর দিলাম। আজ বাবাকেও কবর দিতে হচ্ছে। একথা বলেই তিনি কেঁদে ওঠেন।

Zillur Rahman with his family

তিনি বলেন, “আপনারা আমার বাবার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন আমি এবং আমার পরিবার সারাজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন।

“তিনি জেনে শুনে কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। যদি মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকেন আমি তার পক্ষ থেকে সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

জানাজার নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। এর আগে রাষ্ট্রপতির জন্য দোয়া করা হয়।

অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন।

জানাজার পর সশস্ত্র বাহিনী ও ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানকে গার্ড অব অনার দেয়া হয়।

জানাজা শেষেই রাষ্ট্রপতির মরদেহ নিয়ে বনানী কবরস্থানের দিকে রওনা হয় ফুলে ফুলে সাজানো সেনা বাহিনীর একটি পিকআপ।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, রাজনীতি, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply