• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান

| মার্চ 22, 2013 | 0 Comments

Eurobd24news(Dhaka Desk): বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

জুমার নামাজের পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতির দ্বিতীয় জানাজায় অংশ নেয় লাখো মানুষ।

জানাজা শেষে রাষ্ট্রপতির মরদেহ নিয়ে বনানী কবরস্থানের দিকে রওনা হয় ফুলে ফুলে সাজানো সেনা বাহিনীর একটি পিকআপ। বনানীর পথে গুলশানে জিল্লুর রহমানের নিজের বাড়ি ‘আইভিস লিগেসি’তে কিছু সময় রাখা হয় তার কফিন।

বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতির মরদেহ বনানী কবরস্থানে পৌঁছালে মেজর জেনারেল বা তদোর্ধ্ব পদমর্যাদার দশজন সেনা কর্মকর্তা কাঁধে করে কফিন কবরের পাশে নিয়ে যান।

অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ মন্ত্রিসভার সদস্য এবং জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রপতির সংক্ষিপ্ত জীবনী পড়ে শোনান একজন সেনা কর্মকর্তা।

মরদেহ কবরে নামানোর আগে দুই মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সামরিক কায়দায় স্যালুট জানানো হয় রাষ্ট্রপতিকে।

ধর্মীয় রীতি মেনে মরদেহ কবরে নামানোর সময় সেনাবাহিনীর গোলন্দাজ দল ২১ বার তোপধ্বনি করে গান স্যালুট প্রদান করে।

রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের সদস্যরা জিল্লুর রহমানের মরদেহ কবরে শোয়ানোর পর বিকাল ৪টার দিকে মাটি দিয়ে ঢেকে দেয়া হয় সমাধি।

এ সময় সেনাবাহিনীর প্যারেড দল শূন্যে গুলি ছুড়ে (হলি ফায়ার) রাষ্ট্রপতির প্রতি সম্মান জানায়।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, রাজনীতি, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply