• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্স বি.এন.পির উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা

| মার্চ 22, 2013 | 0 Comments

কমিউনিটি সংবাদ: গত  ১০/০৩/২০১৩ইং তারিখে বর্তমানে সারা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞ, বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর অব্যাহত হামলা মামলা, বি.ডি আর র‌্যাব ও পুলিশ কে অনিয়মতান্ত্রিক ভাবে ব্যবহার, নেতা কর্মীদের অব্যাহত দূনীতির প্রেক্ষিতে বিশ্বব্যাংক এর বিদায়।  রেল, হলমার্ক, শেয়ার বাজার লুট সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূন:বহাল,   শেখ হাছিনা ও মন্ত্রী পরিষদের পদত্যাগের ১ দফা দাবীর প্রতি সমর্থন ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার উদ্যোগে স্থানীয় গান্ধী মহল,  ৩১ রুই দ্য ভূঁইলী,  ৭৫০১৫ প্যারিস হলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদীল ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক জনাব এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত্ব  খাঁন মনির হোসেন -আহ্বায়ক,  জিয়া পরিষদ,  কবির হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও বি.এন.পি নেতা জালাল আহমেদ টিপু , মিজান আলী, আবুল কালাম আজাদ , মাহবুব হোসেইন, আবদুর রশিদ পাটওয়ারী, সাইফুল ইসলাম , সাজ্জাদ হোসেন, রেজাউল করিম মাছুম, কামাল হোসেন ।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও  বি.এন.পি নেতা  মাছুদুর রহমান মাছুদের পরিচালনায় উক্ত পতিবাদ সভাতে সভাপতি এম. এ তাহের, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮ দলীয় ঐক্য জোটের ব্যানারে এক দফা এক দাবী হাছিনা তুই কবে যাবী, এই মূহুর্তে এক দফার বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করেন এবং বাংলাদেশে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি, শাষক দলের দূর্নীতি, নির্বিচারে দেশের মানুষের উপর দমন পিড়ন ও গণহত্যা সহ তত্ত্বাবধায়ক ব্যবস্থা পূর্নবহালের জোরদাবী জানান।

Category: Community France, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply