• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

L’Oreal heiress এর সাথে অর্থ কেলেঙ্কারির দায়ে সারকোজি ‍আবারও তদন্তের মুখে

| মার্চ 22, 2013 | 0 Comments

 ইউরোবিডি নিউজ: ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি তার ২০০৭ সালের নির্বাচনী প্রচারনার কাজে ব্যবহারের জন্য ফ্রান্সের সবচেয়ে ধনী নারী L’Oreal heiress liliane Bettencourt  এর নিকট থেকে অবৈধ ভাবে ডোনেশান গ্রহণ করার কারণে গত বৃহস্পতি বার বোখদো কোর্ট তাকে আনুষ্ঠানিক তদন্তের আদেশ দিয়েছেন।

সারকোজির বিরুদ্ধে দীর্ঘ্য দিন চলতে থাকা এই অভিযোগে বলা হয়েছে তিনি ৯০ বছর বয়স্ক ধনী নারী L’Oreal heiress liliane Bettencourt এর দুর্বলতার সুযোগ গ্রহণ করে অবৈধ রাজনৈতিক অনুদান গ্রহণ করেছেন।

অপ্রত্যাশিত ভাবে যখন কোর্ট সারকোজিকে Bettencourt এর স্টাফদের মুখোমুখী জিঙ্গাসাবাদের আদেশ দিয়েছিলো ঠিক তখন থেকেই বিষয়টি আলোচনায় আসে।

সারকোজির আইনজীবী থিয়েরি হাজোক বলেছেন, খুব শীঘ্রই সারকোজি তার আইনী মোকাবেলায় ফিরে আসবেন।

সারকোজি বরাবরই বলে আসছেন তিনি তার ২০০৭ এর নির্বাচনের সময়ে কেবল এক বারই Bettencourt এর বাসভবন পরিদর্শন করেছিলেন, Bettencourt এর প্রয়াত স্বামী আন্দ্রেকে দেখতে যাওয়ার সুবাদে।অন্য দিকে Bettencourt এর একাধিক কর্মচারী বলেছেন ভিন্ন কথা।তাদের ভাষ্য অনুযায়ী তিনি ঐ সময়ে একাধিক বার Bettencourt এর বাসভবন পরিদর্শণ করেছিলেন।

গত নভেম্ভরে জজ জান মিশেল এবং দুইজন ম্যাজিস্ট্রেট সারকোজিকে প্রায় ১২ ঘন্টা জিঙ্গাসাবাদ করেছেন।তখন তারা সারকোজিকে আনুষ্ঠানিক ভাবে অভিযুক্ত না করলেও মামলার তদন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

Bettencourt C বয়স এখন ৯০ বছর এবং ২০০৬ সাল থেকে তিনি শারিরিক ভাবে অসুস্থ। সারকোজির বিরুদ্ধে অভিযোগ তিনি তার নিকট হতে উল্লেখ যোগ্য পরিমাণ অর্থ নিয়েছিলেন, পাশাপাশি তিনি নির্বাচনী ব্যয় সীমাও অতিক্রম করেছিলেন এবং তিনি একজন শারিরীক ভাবে অসুস্থ মানুষের কাছ থেকে সুবিধা আদায় করেছিলেন।

Bettencourt এর সাবেক হিসাব রক্ষক ক্লেয়ার তেবো ২০১০ সালে পুলিসের নিকট বলেছিলেন তিনি খামে করে নগদ অর্থ Bettencourt এর ডান হাত “প্যাত্রিস দো ম্যাইস্ত” এর নিকট হস্তান্তর করেছিলেন এবং তিনি জানতেন এই অর্থ সারকোজির প্রচার কোষাধ্যক্ষ “এরিখ ওর্থ” এর নিকট পৌছানোর জন্য।

তদন্ত কর্মকর্তারা সন্দেহ পোষন করছেন প্রায় ৪ মিলিয়ন ইউরো Bettencourt এর নগদ অর্থ থেকে সারকোজিকে প্রদান করা হয়েছিলো।

যদি তদন্তে সারকোজি দোষী সাভ্যস্ত হয় তাহলে তার তিন বছরের জেল, ৩লক্ষ৭৫হাজার ইউরো জরিমানা এবং সেই সাথে পাঁচ বছর রাজনীতিতে অংশ গ্রহণের উপর নিষেধাগ্ঘা আসতে পারে।

নিসের মেয়র ক্রিস্তিয়া এস্ত্রোস যিনি কিনা সারকোজির খুবই কাছের মানুষ তিনি বলেছেন-” সারকোজির বিরুদ্ধে এই মূহুর্তে এই ধরনের অভিযোগ উত্তাপনের একমাত্র কারণ সামপ্রতিক সময়ে সমাজতান্ত্রিক বাজেট মন্ত্রীর কেলেঙ্কারীর ঘটনা তদন্তের বিষয়টি ধামাচাপা দেয়ার একটি ষড়যন্ত্র।”

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply