• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসের রাস্তায় হাজারো মানুষের “সমকামী বিয়ে”-এর বিরুদ্ধে প্রতিবাদ

| মার্চ 25, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ প্যারিসে হাজার হাজার মানুষ রোববার একটি বহু বিতর্কিত বিল, সমকামী বিবাহ বৈধকরন ও তা গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় জড়ো হয়।  পুলিশ প্রায় ২০০ প্রতিবাদীদেরকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে Champs Élysées-এ মার্চ করাকে প্রতিরোধ করে।

পুলিশের বাধার মুখেও প্রায় ১০,০০০ বিক্ষোভকারীরা রবিবার রাস্তায় নেমে সমকামী বিবাহ সম্পর্কিত ফরাসি আইনের বিরুদ্ধে Champs Élysées -এ  বিক্ষোভ করে।

বহু বিতর্কিত এই  বিলটি (সমকামী বিবাহ বৈধ করা এবং গ্রহণ)  সংসদের নিম্ন কক্ষ দ্বারা গৃহীত হয়েছে এবং এপ্রিলে সেনেটের কাছে পরীক্ষা এবং অনুমোদনের জন্য উপস্থাপন হবে।

উচ্চকক্ষ দ্বারা এই আইনের যুগান্তকারী সংস্কার প্রতিরোধ করার সম্ভাবনা কম কিন্তু প্রতিবাদীরা সরকার দ্বারা এই প্রকল্প বাতিল করাতে এবং এ বিষয়ে একটি গণভোট আয়োজন করতে চান।
ব্যানারগুলোতে প্রতিবাদের ভাষা ছিল অনেকটা এরকম, “ আমরা চাই না গে বিবাহ সফল হোক” এবং “গে বিবাহ কে না বলুন”।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply