• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পুলিশের তদন্তের পর নিকলাস সারকজির প্রত্যাবর্তনের সম্ভাবনা আশঙ্কাজনক!

| মার্চ 25, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যখন নিকলাস সারকজির ২০১৭ সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে প্রত্যাবর্তনের একটি গুজবে সারাদেশ মুখরিত ছিল, ঠিক এমন সময় নিকলাস সারকজি একজন ধনীর উত্তরাধিকারিণীর  মানসিক অসুস্থতার সুযোগে তার কাছ থেকে নগদ লক্ষ লক্ষ ইউরো গ্রহণের সন্দেহের শিকার হলেন তিনি।

ফ্রঁসোয়া ওলাদের নিকট নির্বাচনে পরাজিত হবার পর তিনি সরকারি জীবন থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন কিন্তু সম্প্রতি তিনি ২০১৭ সালের নির্বাচনে পুনরায় অংশগ্রহণের আভাস দেন।

কিন্তু সারকজির এলিসি  প্রাসাদে চার বছর পরে ফিরে আশার স্বপ্ন শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত হয়, যখন এই প্রাক্তন ফরাসি প্রেসিডেন্টকে বেআইনী পার্টি অর্থায়নের অভিযোগে তদন্তের জন্য হাজির করা হয়।

যদি আনুষ্ঠানিক তদন্ত করার পর  যথেষ্ট প্রমাণ খুঁজে পাওয়া যায় তাহলে, ৫৮ বছর বয়সী সারকজি নির্বাচনী ব্যয় সীমা লঙ্ঘন এবং একজন দুর্বল মানসিক স্বাস্থ্য সম্পন্নের কাছ থেকে সুবিধা গ্রহনের দায়ে অভিযুক্ত হবেন যা তার ভবিষ্যৎ নির্বাচনে বিরুপ প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে।

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply