“বাংলাদেশের মানবাধিকার রক্ষায় জাতি সংঘের হস্তক্ষেপ চাই।”-FDHR,ফ্রান্স
শামীম মাহমুদ, ইউরোবিডি24নিউজ.কম
কমিউনিটি সংবাদ: রবিবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, বাংলাদেশের মানবাধিকার রক্ষায় জাতি সংঘের হস্তক্ষেপ চাই।
প্যারিসের মার্কস দোরমার ৩ রুই দু লা চ্যাপেল অবস্থিত এ বি সি ভবনে মানবাধিকার সংগঠন ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস ফ্রান্স আয়োজিত মুক্ত আলোচনায় ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস ফ্রান্স এর সভাপতি মানবাধিকার কর্মী মুহা: আল আমিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন এর সঞ্চালনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফ্রান্স বি.এন.পির সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেশনের চেয়ারম্যান ড: আ: মালেক ফরাজী, কমিউনিটি ব্যাক্তিত্ব এম এ তাহের, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সদস্য এডভোকেট কাজী আব্দুলাহ আল মামুন, মানবাধিকার সংগঠক ও বি এন পি নেত্রী মমতাজ আলো, আবুল কালাম ফরাজী, হাজী হাবিব , ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস ফ্রান্স এর সহ সাধারন সম্পাদক মিজানুর রহমান, আ: রহিম মিয়া, সংবাদ কর্মী মুহাম্মদ আরিফুজ্জামান প্রমূখ।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সম্প্রতি গত ২৮ ফেব্রুয়ারী ২০১৩ বাংলাদেশে যে নির্মম গণ হত্যা হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা, গনতন্ত্রের নাম দিয়ে ফ্যাসিবাদী অপরাজনীতির জন্ম দিয়ে আওয়ামীলীগ দেশে কলংক জনক অধ্যায়ের সুচনা করেছে।
দেশের প্রচলিত আইন ও কানুনের তোয়াক্কা না করে বিরোধী দলের নেতা কর্মীদের নির্বিচারে যে হত্যা লীলায় মেতে উঠেছে তার জন্য আওয়ামীলীগ কে একদিন দেশের মানুষ বিচারের কাঠ গড়ায় দার করাবে।
বক্তারা বলেন, পরমতের প্রতি শ্রোদ্ধা না দেখিয়ে বিরোধী দলের কেন্দ্রিয় অফিসে পুলিশ ও দলীয় ক্যাডারদের দিয়ে হামলা করে আওয়ামীলীগ দেশে যে অপসংস্কৃতির সূচনা করল তা কোন সভ্য দেশে আছে কিনা আমাদের জানা নেই।
তাঁরা বলেন ক্ষমতাসীন আওয়ামীলীগ এর দলীয় সন্ত্রাসে বাংলাদেশ আজ একটি সন্ত্রাসের অভয় অরন্যে পরিনত হয়েছে। আওয়ামীলীগের আইন পরিপন্থি অপতৎপরতায় দেশের মানুষ আজ দিশেহারা। বক্তারা বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে গনতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার প্রশ্নে জাতি সংঘের হস্তক্ষেপ আজ জরুরী হয়ে পড়েছে।
বক্তারা বিশ্বের মানবতাবাদী আন্তর্জাতিক সকল সংগঠনের সহযোগীতা কামনা করেন। বাংলাদেশের মানবাধিকার রক্ষার জন্য বক্তারা আরও বলেন, কথিত যুদ্ধাপরাধের নামে প্রহসন মূলক বিচার প্রক্রিয়ার কারনে জাতি আজ দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তি আজ অনিবার্য সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। তাঁরা দেশ ও জাতির শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে কথিত আন্তর্জাতিক ওয়ারক্রাইম ট্রাইবুন্যাল বন্ধ করে দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করার আহবান জানান।
Category: Community France, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ