বোমা হামলা হুমকিতে প্যারিসের আইপেল টাওয়ার খালি
বোমা হামলার প্রতারণার কারনে শনিবার বিকেল থেকে ফ্রান্সের আইপেল টাওয়ার ছিল জনশূণ্য।ঐ সময় প্রায় ১,৪০০ দর্শনার্থী হুড়োহুড়ি করে বের হয়েছিল প্যারিসের বিখ্যাত স্যার আইপেল টাওয়ার স্মৃতিস্তম্ভ থেকে এর কারণ একটি বিরক্তিকর ফোন কল যাতে বলা হয়েছে যে, বিখ্যাত এ টাওয়ারটি রাত ৯:৩০ মিনিটে বোমার আঘাতে উড়ে যাবে।পুলিশ তল্লাশি করে বোমা সংক্রান্ত সন্দেহের কোন তথ্য পায়নি এবং ঠিক আড়াই ঘন্টা পর দর্শনার্থীদের জন্য আবার মূল গেট খুলে দেওয়া হয়।ধারণা করা হচ্ছে ফোন কলটি প্যারিসের নিকটবর্তী এলাকা থেকে এসেছে, এ ব্যাপারে পুলিশ এ্যান্টি-ট্যাররিজম তদন্ত চালিয়ে যাচ্ছে।
এজন্য পুলিশ আইপেল টাওয়ারসহ প্যারিসের বিভিন্ন পাবলিক স্থানগুলোতে সর্বোচ্চ কড়া পাহারা ও নজরদারি রেখেছে বোমা সংক্রান্ত যে কোন নাশকতা এড়াতে।আল-কায়েদা লিংকড গ্রুপের হুমকির পর থেকে সমগ্র ফ্রান্স জুড়ে নেয়া হয়েছে কঠোর সতর্কতা এর প্রধান ঘটনা হল মালীতে ফ্রান্সের হস্তক্ষেপ ও পাল্টা প্রতিশোধমূলক আচরণ।
Category: Uncategorized