• ৭ অগ্রহায়ণ ,১৪৩১,21 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পনর থেকে আঠারো বছর বয়সের সকল নারীর জন্য জন্ম নিয়ন্ত্রন ফ্রি!

| এপ্রিল 1, 2013 | 0 Comments

পনর থেকে আঠারো বছর বয়সের  সকল নারীর জন্য জন্ম নিয়ন্ত্রন ফ্রি!

এবার ফ্রান্সের ১৫-১৮ বছর বয়সের নারীরা অকালে গর্ভপাত রোধ করতে পারবে বিনা খরচে; গত রবিবার এ তথ্য পাওয়া যায় ফ্রান্সের পরিবার ও পরিকল্পনা দপ্তর থেকে।প্রেসিডেন্ট হ্যলন্ডি ফ্রান্সইচ্ তার নির্বাচনী প্রচারনার সময় এ অঙ্গিকার দেন ।স্বাস্থ্যমন্ত্রী মরিছন তুরেইনি এ বিল পাশ করেন ৮ ঐ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে।জন্ম নিয়ন্ত্রনের জন্য একধরনের পিল্ মজুত আছে।গর্ভপাত বন্ধের জন্য ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য বীমা প্রায় ৬৫ % অর্থ বরাদ্ধ করেছে ১৫-১৮ বছর বয়সীদের জন্য।কিছু মহল এ ফ্রি এবরসানের পক্ষে নয় এবং তারা এজন্য টিনেজ্ মেয়েদের সাহস দেয়ার জন্য দায়ী করেন না । ফ্রান্সের পরিবার পরিকল্পনা গ্রুপের কো-প্রেসিডেন্ট ভেরনিক শায়ার  এ উদ্যোগকে স্বাগত জানান তিনি  একমত পোষণ করে বলেন ফ্রান্সে এবরসান খরচ প্রায় ২০০ থেকে ৪৫০ ইউরো যা অনেকের জন্য ব্যয়বহুল।কিন্তু শায়ার আরও সফলতা দেখতে চান ।তিনি চান এ ফ্রি পিল্ পদ্ধতি সকল স্তরের মানুষের দোর গোড়ায় পৌছে দিতে।

Category: Uncategorized

About the Author ()

Leave a Reply