ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ০.১ শতাংশ!
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি অর্থমন্ত্রী পিয়ের মস্কভিকি বলেন, ফ্রান্সের এ বছরের প্রত্যাশিত প্রবৃদ্ধি শতকরা ০.১ শতাংশ। ইউরোপীয় কমিশন এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতামত অনুসারে, সরকারের প্রত্যাশিত প্রবৃদ্ধি ০.৮ শতাংশের বদলে এ বছর এটি শুধুমাত্র ০.১ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।
রোববার ফ্রান্সের মিডিয়াতে মস্কভিকি স্বীকার করেন যে, ফ্রান্স সরকারের এই বছরের বাজেটের ওপর ভিত্তি করে প্রবৃদ্ধি ০.৮ শতাংশে পৌঁছাতে পারবে না।
ইউরোপীয় কমিশন ও প্যারিস ভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠন (OECD) পূর্বাভাস দিয়েছিল, ২০১৩ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মাত্র ০.১ শতাংশ, ২০১৪ সালে এটি বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১.২ শতাংশে এবং ২০১৫ সালে প্রবৃদ্ধি শতকরা ২.০ শতাংশে উন্নীত হবে।
বেকারত্ব বৃদ্ধি ও জীবনযাত্রার মান নিম্ন হবার পর প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদ গত মাসে স্বীকার করেন যে, ফ্রান্স তার ঋণ ও ঘাটতি পূরণের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না এবং গত সপ্তাহে মস্কভিকি বলেন, তিনি আশঙ্কা করছেন অর্থনৈতিক প্রবৃদ্ধি একেবারে নিম্ন পর্যায়ে হতে পারে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ