ডা: থেকে বাজেট মন্ত্রী এবং দূর্নামের স্তূপে ওঁলাদ সরকার!
ফ্রান্সের বাজেট মন্ত্রী Jérôme Cahuzac এর অর্থ কেলেঙ্কারি ও তার গোপনীয় সুইস্ ব্যাংক একাউন্ট সম্পর্কে জানতে হলে তার সম্পর্কে জেনে রাখা ভালো।Former budget minister Jérôme Cahuzac, পেশায় একজন ডাক্তার,তার স্ত্রী ও ডাক্তার ,তারা একসাথে মেডিকেলে কর্মরত আছেন বিশেষভাবে বলতে গেলে তারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ডক্টর , যদিও তাদের সম্পর্কের মাঝে দূরত্ব চলছে। তিনি ১৯৯০ তে ফার্মাসিউটিক্যাল কম্পানিতে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।বর্তমানে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দেয়ার প্রক্রিয়া নিয়ে দ্বন্দ্বে আছেন এদিকে তার স্ত্রী ও ব্যক্তিগত গোয়েন্দা ভাড়া করেছেন, যে কি না ফ্রান্সের former tax inspector, Remy Garnier, এর সাথে স্বাক্ষাত্ করেছেন এবং তিনি Jérôme Cahuzac কে সন্দেহ করে তথ্য দিয়েছিলেন সরকারকে ২০০৮ সালে, যদিও তখন ঐ তথ্যগুলো দ্বারা তাকে ধরা সম্ভব হয়নি।
২০০৮ সালের ডিসেম্ভর former editor in chief of Le Monde, Edwy Plenel তার ওয়েবসাইটের তদন্তকারি অনলাইন খবরের মাধ্যমে অভিযুক্ত মন্ত্রীর একটি গোপন ভয়েস রেকর্ডিং পান যাতে Jérôme Cahuzac দূশ্চিন্তা প্রকাশ করে বলেন যে তার গোপন ব্যাংক একাউন্ট জনগনের কাছে যে কোন সময় উন্মোচিত হতে পারে।মিডিয়াপার্টের এই গোপন ট্যাপটি চলে আসে Jérôme Cahuzac এর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি lawyer and former UMP politician Michel Gonelle এর হাতে। এখন প্রশ্ন হলো কিভাবে Gonelle এই গোপন ট্যাপটি পেয়েছেন? । Cahuzac এবং Gonelle সময়মত একে অন্যের সাথে টেলিফোনে কথা বলতেন।cahuzac দূর্ঘটনাবশত Gonelles এর অ্যানসারিং মেশিনে ২০০০ সালে ম্যাসেজটি ভুলে রেখে যান এবং Gonelles ও এ ম্যাসেজের বিস্ফোরন সম্পর্কে সচেতন ছিলেন যার জন্য তিনি এ ভয়েস মেসেজটি দীর্ঘ ১২ বছর লুকিয়ে রাখেন কিন্তূ ২০১২ সালে তিনি এটা মিডিয়াপার্টের কাছে হস্তান্তর করেন।
এর পর মিডিয়াপার্ট ওয়েবসাইট ৪ ডিসেম্ভর ২০১২ এক তথ্য বিবৃতিতে Jérôme Cahuzac কে অভিযুক্ত করে বলে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে তার একটা গোপনীয় একাউন্ট ছিল। কিন্তু তিনি কমিউনিককে বলেন আমার সুইজারল্যান্ডে কোন ব্যাংক একাউন্ট ছিলো না এবং বিশ্বের কোথাও কখনও কোন একাউন্ট নেই।
তারপর ৫ ডিসেম্ভর মিডিয়াপার্ট সকল তথ্য প্রমাণ নিয়ে তাকে দোষী স্বাব্যস্ত করে, এতে তার গোপন ট্যাপ রেকর্ডিংটি আনসারিং মেশিন এ সংরক্ষিত ছিলো। তখন ও তিনি লোয়ার হাউজ অফ পার্লাম্যান্টে চিত্কার করে বলেন আমার কোন সুইস্ একাউন্ট নেই।
৬ জানুয়ারি Cahuzac ইউরোপ ১ রেডিও, লী প্যারিসীয়ান নিউজপেপার এ এক বিবৃতিতে বলেন “ এটা আমি নই কারন বহির্বিশ্বে আমার কোন ও গোপন একাউন্ট নাই”।
৮ জানুয়ারি ২০১৩ Preliminary judicial investigation নিশ্চিত হয়ে বলেন ঐ ভয়েস্ রেকর্ডটি অবশ্যই Jérôme Cahuzac এর।তারপরও তিনি অস্বীকার করেন বলেন আমি নির্দোষ এটা তার বিরুদ্ধে চক্রান্ত।
৯ফ্রেব্রুয়ারী ২০১৩ Le Journal du Dimanche report করে বলেন Cahuzac’ এর বস্ বর্তমান অর্থমন্ত্রী Pierre Moscovici সুইস্ সরকার থেকে সব ধরনের ডকুমেন্ট ভোগ দখলে নিয়েছেন Cahuzac কে সকল প্রকার অভিযোগ থেকে মুক্ত করার জন্য।
২০১৩ সালের ১৯ শে মার্চ তদন্ত কমিটি এই মর্মে উল্লেখ করে বলে যে এই ভয়েস ট্যাপটি সম্ভবত Cahuzac এর। Jérôme Cahuzac এর পর পদত্যাগ করেন এবং বলেন আমি আমার নামকে একসময় কলঙ্গমুক্ত করবই। তিনি পদত্যাগ পত্রে বলেন ” কিছুই পরিবর্তীত হয়নি, আমার সততা ও নিষ্পাপতা এমনকি আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা বানোয়াট অভিযোগটিও না” ।
২ই এপ্রিল ২০১৩ Jérôme Cahuzac তার সুইস একাউন্ট এর কথা স্বীকার করে ফ্রান্স রাষ্ট্রপতি ফ্রাসোঁয়া ওঁলাদ এর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আরও ক্ষমা চান মন্ত্রীপরিষদ, সংসদ ও ফ্রান্সের জনগনের কাছে।
Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ