“বেলজিয়ামে বাংলা নববর্ষে বাঙ্গালীদের মিলন মেলা”
আলম হোসেন,বেলজিয়ামঃ–বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড সিটি এ্যন্টোরপ্যান বাংলাদেশ মহিলা সমিতির উদ্যোগে বাংলার শতবর্ষের ঐতিহ্য বাংলা নববর্ষকে বরণ করতে এক বর্নাড্য আয়োজন আর অনাড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করেন এ্যন্টোরপ্যান মহিলা সমিতির নেত্রীবৃন্দ।
দিনব্যপি অনুষ্ঠানে বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও গর্বিত ঐতিহ্য উদ্বাসিত সর্বজনীন উৎসবের দিন,সাংস্কৃতিক ও আলোচনা সভার মাধ্যেমে সাত সমুদ্র তের নদীর ওপারের বাংলার নারীরা বেলজিয়ামের ডায়মন্ড সিটিতে প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা,গান,যেমন খুশি তেমন সাঁজ,বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করেন,বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।দ্বিতীয় পর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বেলজিয়াম এ্যন্টোরপ্যান মহিলা সমিতির নেত্রী আকতার জুঁই এর সভাপতিত্বে ও শাহানা ও শিমু যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হেনা আক্তার,কহিনূর আক্তার,জিন্নাত আবা,ফেন্সি আবা,জেলী বেগম,ঝুমুর আক্তার,মিসেস মহসিন,মিসেস সোহেল,সভায় বক্তারা বলেনঃআমাদের মাতৃভূমি ও আমাদের জীবনে বয়ে আনবে অমঙ্গলের বিরুদ্বে মঙ্গল বার্তা,বৈশাখ আমাদের অহংকার,বৈশাক আমাদের গর্ব আর বৈশাখ মানে একটি নতুন সূচনা। মোগল সম্রাট আকবরের নির্দেশে তার সভাসদ আমীর ফাতেহ উল্লাহ খান সিরাজী প্রায় ৪শ বছর আগে হিজরী সনের সঙ্গে মিল রেখে ফসলি সন বাংলা সন,ঋতুকে সামনে রেখে কৃষকের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে প্রচলন করা হয়েছিল বাংলা সনের,তখন বঙ্গাবদের সূচনা হয়।অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝে বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে নারীরা বাংলার ঐতিহ্য রং বেরং এর শাড়ী পরে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
Category: Community Belgium, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ