• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের পত্রিকাগুলোতে বস্টনে হামলার পটভূমি

| এপ্রিল 17, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের পত্রিকাগুলো বুঝে উঠতে পারছে না কিভাবে আমেরিকার বস্টনের হামলার পটভূমি তুলে ধরবে। ফ্রান্সের Le Monde পত্রিকা শিরোনাম দিয়েছে ” বোমার আঘাতে বস্টন লন্ডবন্ড”  ফ্রান্সের আরেকটি পত্রিকা The centrist শিরনাম দিয়েছে এটাই এযাবত্কালে আমেরিকায় সেরা বোমা হামলা যা কিনা হয়েছিল ১১ সেফ্টেম্বর ২০০১ সালে টু-ইন-টাওয়ার হামলায়।কেনইবা এই গুপ্ত হামলা তা বুঝা যাচ্ছে না এখনও পর‌্যন্ত। ম্যাচাচুসেট বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস দমন বিশেষজ্ঞLibération quotes James Forest, তিনটা বিশেষ পয়েন্ট খুজেবের করেন বস্টন হামলার পেছনে প্রথমত এটা হতে পারে তালেবানদের জিহাদি হামলা অথবা স্থানীয় সন্ত্রাসি আক্রমন। তিনি বলেন ১৫ এপ্রিল ছিল ম্যাচাচুসেটস প্রদেশের কর  সংগ্রহ দিবস এবং বস্টনের স্বাধীনতা দিবস ১ম বিশ্বযুদ্ধে আমেরিকার প্রদেশ বস্টনের জয়।বস্তুত ধারণা করা হচ্ছে সোমবারের বস্টনের বোমা হামলা একক আত্বঘাতি বোমা হামলা।ফরেস্ট বলেন সন্ত্রাসিরা হামলার জন্য জংশন ও জনসমাগম এলাকা ও বড় দেলান বেচে নেয় যেমনটি হয়েছিল ১৯৯৬ এর অলিম্পিক খেলায় এছাড়াও আমেরিকার সেনটিনিয়াল পার্ক, আটলান্টা বহু এলাকায়।এই নৈরাজ্য দুইজন মারা যায় এবং fundamentalist Christian Robert Rudolph কে দোষি সাব্যস্ত করা হয়,সম্ভবত বস্টনেও এমনটি হয়েছে এ নিয়ে তদন্ত চলছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply