• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাজেটমন্ত্রীর রাজনীতি থেকে অপসারন বিষয়ে ওঁলাদের পক্ষ নিলেন প্রধানমন্ত্রী

| এপ্রিল 17, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের বাজেটমন্ত্রী Jérôme Cahuzac কে সংসদ থেকে তার আসন হারােত হয়। প্রধানমন্ত্রী jean marc ayrault অনেকটা জেদের সাথেই একথা বলেন বােজট মন্ত্রীর সুইস ব্যাংক একাউন্ট বিষয়ে ওঁলাদ  কিছুই জানেন না এমন কি বাজেট মন্ত্রী নিজেও এ বিষয়ে অস্পষ্ট। এদিকে বাজেটমন্ত্রী Jérôme Cahuzac তার সংসদের আসন প্রত্যাহার করতে কিছুটা সময় নিয়েছেন তার কারণ তিনি তার   রাজনৈতীক ক্যারিয়ার রক্ষার্থে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।

কিন্তু প্রথমবারেরমত Cahuzac বি-এফ-এমটিভিকে বলেন যেহেতু আমি গোপন একাউন্টের কর ফাঁকি দেয়ার জন্য মন্ত্রীত্ব ছেড়েছি সেহেতু আমি সংসদে আর পুনরায় আসবনা এবং খুব জোরের সাথেই বলেন যে তার রাজনৈতীক জীবনের এখানেই পরিসমাপ্তি।

তার পদত্যাগের কারণে দক্ষিণ-পশ্চিম শহর Villeneuve-sur-Lot. এ নির্বাচন অনুষ্ঠিত হবে।স্থানীয় সমাজতন্ত্রবাদিরা বুধবার বলেন তারা কখনই মাথানত করবেনা সংসদের ঐ আসনের জন্য তারা লড়ে যাবে,তারা বলেন একজন স্থানীয় জন প্রতিনিধি হিসাবে   Cahuzac-এর যথেষ্ট সুনাম আছে ফ্রান্সের রাজনৈতীক অঙ্গনে।

“ওঁলাদ তার এ গোপন লেনদেন সম্পর্কে কতটা জানেন,  তা তিনি জানেননা”- Cahuzac এর এ বিবৃতির ঘোর নিন্দা প্রকাশ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী  ayrault। প্রাক্তন মন্ত্রীর টিভি শো ছিল ক্ষানিকটা বিমর্ষ। তিনি বলেন, ওঁলাদ Cahuzac-এর গোপন একাউন্ট সম্পর্কে জানার পর তাকে অবশ্যই  আর নিয়োগ দেবেন না।

ওঁলাদ সরকার এ ব্যাপারে Cahuzac-এর গোপন একাউন্ট এর তথ্য তদন্ত করছেন এবং ফ্রান্সে একটা স্বচ্ছ সরকার ব্যবস্থা তৈরির জন্য চেষ্টা চালাচ্ছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply