• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নোবেল বিজয়ী ফরাসি জীববিজ্ঞানী Laureate François Jacob মারা গেছেন!

| এপ্রিল 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ : ফ্রান্সের জীববিজ্ঞানী François Jacob, যেকিনা ১৯৬৫ সালে medicine এর উপর Nobel prize জিতেছিলেন,এই শুক্রবার ৯২ বছর বয়সে তিনি মারা গেছেন, তার পরিবারের একজন সদস্য গত রবিবার এ সংবাদ প্রদান করেন।তিনি তার এ যশ ভাগাভাগি করেন তার ছাত্র ও গবেষক André Lwoff এবং Jacques Monod এর সাথে, কারণ তাদের genetic mechanisms in bacteria কাজের বিস্তৃতির জন্য।তিনি ১৯২০ সালে পূর্ব-ফ্রান্সের ন্যান্সি এলাকায় জন্মগ্রহন করেছিলেন এবং ১৯৪০ সালে তিনি the French 2nd Armoured Division in London, এ যোগদান করেছিলেন ফ্রান্সকে পেশাভিত্তিক কাজ থেকে মুক্ত করার জন্য। ১৯৪৪ সালে জার্মান বিমান হামলায় তিনি কয়েকবার মারাত্বকভাবে আহত হয়েছিলেন,এরপর তিনি চারটি সাহসী পুরস্কার পান।দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকালে তিনি মেডিসিনের উপর তার পড়াশোনা সম্পূর্ণ করেন কিন্তু সার্জন হিসেবে তিনি প্রশিক্ষনের সময় পান নি অপারেশনও করতে পারেননি কারণ হল যুদ্ধের সময় তার আহত অবস্থা, এর পরিবর্তে তিনি জীববিদ্যার উপর গবেষণা শুরু করেছিলেন এবং ১৯৫০ সালে André Lwoff এর অধীনে তিনি প্যারীসের বিখ্যাত the prestigious Pasteur Institute এ যোগদেন।তিনি তার জীবনের বেশীরভাগ সময় কাটান Pasteur Institute এ কর্মরত অবস্থায়,তার গবেষণা ছিলো মূলত; genetic mechanisms which exist in bacteria as well as the biochemical effects of mutations; ১৯৯২ সালে তিনি ফ্রান্সের National Ethics Commission এর সদস্যপদ লাভ করেন,তিনি ছিলেন দক্ষ চিত্রশিল্পী এবং তার স্ত্রী Lysiane Bloch ও বিখ্যাত চিত্রশিল্পী তারা অনেক বছর সংসার করেছেন তাদের এ দাম্পত্ব্য জীবনে ছিলো চার সন্তান। Lysiane Bloch এর মৃত্যুর পর তিনি ১৯৯৯ সালে পুনরায় বিবাহ করেছিলেন।

 

 

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply