• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,24 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফরাসিরা অবসরকে না এবং কর্মকে হ্যাঁ !

| এপ্রিল 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের চাকুরী থেকে অবসর নেওয়াকে লোভনীয় মুহূর্ত হিসেবে কামনা করে আসছেন বহু আগ থেকেই অনেকেই।এটা হচ্ছে মূলত:শিথিল সময় কাটানো,নাতি-পূতির সাথে খোশগল্প করা অথবা ভ্রমণে বাইর হওয়া।কিন্তু বহুসংখ্যক লোকজন অবসরের পর এখনও ২০-৩০ বছর পরিশ্রম করে যেতে চান।স্বাস্থ্য সেবায় একটা সফল কর্মজীবনের অগ্যগতির পর, Michel Vié  এই ৬২ বছর বয়সে অবসর হয়ে একটি আরামদায়ক জীবন উপভোগ করছেন এবং সরকারি বেতনভাতাও পাচ্ছেন।ফ্রান্সে ৬২ বছরই হচ্ছে সরকারি চাকুরী থেকে অবসরের আইনগত উপযুক্ত বয়স।কিন্তু অনেক বেড়ে উঠা মানুষের মত , তিনি বিকল্প সিদ্ধান্ত হিসেবে কর্মজীবনকে আরও গতিময় করতে চান।

তিনি তৃতীয় বিয়ে দেরি করেই করলেন,পাঁচ ছেলে-মেয়েও আছে যাদের বয়স ৩৮ ও সর্বনিন্ম ৭ বছর বয়স, Michel Vié বলেন ঐ সময়টা তার উপর আর্থিক চাপ পড়েছিল।এতদসত্বেও তিনি সমাজের সাথে ঐক্যবদ্ধ থাকতে চেয়েছেন।এর পিছনে কারণ ছিল একটাই বিশ্ব শ্রমবাজারের সাথে যুক্ত থাকা, এবং যাদেরকে আমি চিনি তাদেরকে সাধুবাদ জানাই আমার এ কর্মীক জীবনে। তিনি বল্লেন আমি চাইনা নিজেকে অকর্মন্য রাখতে। একজন বয়স্ক পিতা হওয়া সত্বেও তিনি উপলব্ধি করেন তার এ কর্মীক জীবন তার তরুন ছেলেদের কাছে যেন গুরুত্বপূর্ণ আইডল হয়ে থাকে। কিন্তু চলমান জলবায়ুতে ৬০ উর্ধ্ব লোকের পক্ষে কাজ খুজে পাওয়া কঠিন ব্যাপার। ফ্রান্সের বিভিন্ন কম্পানীতে কাজ করছেন এমন লোকরাও বলছেন ভিয়ার এখন ৬০ চলছে এটাই তার অবসরে যাওয়ার সময় কিন্তু সে এখনও কাজ করতে চায়, অনেকটা ভিয়ার উপর দু:খ প্রকাশ করলেন তারা।

ফ্রান্সে বেতনভাতা পাওয়া অনেকেই কাজ করতে ইচ্ছুক, এ ব্যাপারে Vié ও  সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাথেই থাকবেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply