ইউকেবিডিনিউজ সম্পাদক সোয়েব কবীরের সিভিক এ্যাওয়ার্ড লাভ
সিভিক এ্যাওয়ার্ড লাভ করায় ইউকেবিডিনিউজ সম্পাদক সোয়েব কবীরকে ইউরোবিডি24নিউজের পক্ষ থেকে অভিনন্দন |
টাওয়ার হ্যামলেটস স্পিকার রাজীব আহমেদ ও ডেপুটি লিউট্যানেন্ট কমান্ডার জন লুডগেট আনুষ্ঠানিকভাবে সোয়েব কবীরের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন। সোমবার ১৫ এপ্রিল টাওয়ার হ্যামলেটস টাউন হলে জাকজমক পূর্ণ আয়োজনের মাধ্যমে এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সোয়েব কবীর বর্তমানে বৃটেনের প্রথম বাংলা ২৪ ঘন্টার সংবাদপত্র ইউকেবিডিনিউজ ডট কম এর প্রতিষ্ঠাতা সম্পাদক, সাপ্তাহিক বাংলা নিউজ এর সম্পাদক, চ্যানেল আই ইউরোপের কমিউনিটি নিউজ এডিটর ও সময় টিভির লন্ডন প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের মিডিয়া কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃটেনের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের শীর্ষস্থানীয় সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। বৃটেনে সাপ্তাহিক নতুন দিন এর মাধ্যমে বাংলা মিডিয়া যাত্রা শুরু করেন তিনি। এরপর কাজ করেন বাংলা টিভি‘র বিশেষ প্রতিনিধি হিসেবে। মাত্র ১৫ বছর বয়সে সাংবাদিকতা জগতে পদার্পণ করেন তিনি এবং বর্তমানে বৃটেনে সর্বকনিষ্ঠ সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি এই বিরল কৃতিত্ব লাভ করেন। এ্যাওয়ার্ড প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক মেয়র দরস উল্লাহ, সাবেক স্পিকার মতিনুজ্জামান, এটিএন বাংলা ইউকে‘র প্রধান নির্বাহী হাফিজ আলম বখশ, বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণি, কনজারভেটিভ পার্টির কাউন্সিলর পিটার গোল্ডসহ আরো অনেকে। সিভিক এ্যাওয়ার্ড প্রাপ্তির পর সোয়েব কবীর বলেন, এইঅর্জন আমাদের প্রবাসে বাংলা মিডিয়ার জন্য বিরাট প্রাপ্তি। প্রবাসে বাংলা মিডিয়ায় প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। সোয়েব কবীরের সিভিক এওয়ার্ড অর্জনে পৃথক পৃথক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ইউকে বাংলা প্রেস ক্লাব, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাস, লাভ দ্যা পুওর চিলড্রেন, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে, হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ ইউকে, ইউকে বাংলাদেশ ডেভোলাপমেন্টসহ বিভিন্ন সংগঠন। |
Category: Community news 1st page, Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ