চ্যানেল আই ইউরোপের নারী সাংবাদিক “এমি হোসেন শাহ” জামায়াত কর্মীদের হাতে লাঞ্ছিত
কমিউনিটি সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে ১৮ দলীয় জোটের স্মারকলিপি প্রদানের খবর সংগ্রহ করতে গিয়ে বৃহস্পতিবার জামায়াত কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের নারী সাংবাদিক এমি হোসেন শাহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় নেতাকর্মী ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে জামায়াত কর্মীদের হাতে লাঞ্ছিত হন চ্যানেল আই ইউরোপের এই সিনিয়র রিপোর্টার।
কর্মসূচির সংবাদ সংগ্রহ শেষে এমি যখন তার রিপোর্টের জন্য ‘পিটিসি’ রেকর্ড করছিলেন তখন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদের স্থলে ভুলক্রমে বলে ফেলেন, গোলাম আযমের ফাঁসির রায়ের প্রতিবাদে। আর ঠিক তখনই পাশে থাকা জামায়াতের কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা এমিকে রেকর্ডকৃত সব ফুটেজ মুছে ফেলতে বলেন এবং তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় জামায়াতকর্মীরা এমির হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে শারীরিকভাবেও আঘাত করে।
এমি বলেন, “আমি বার বার তাদের বলার চেষ্টা করি, আমার রেকর্ডকৃত ফুটেজ প্রচারের আগে আরও কয়েকবার এডিট হবে। সুতরাং ভুল খবর প্রচার হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারা আমার কথা শুনতেই রাজি হয়নি। এসময় তারা চ্যানেল আইসহ সব মিডিয়াকে ‘হলুদ মিডিয়া’, ‘নাস্তিক মিডিয়া’ ইত্যাদি বলে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এরই এক পর্যায়ে হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে আমার শরীরে আঘাত করে। তাদের আক্রমণে আমার হাত কেটে রক্তাক্ত হয়। ঘটনার এক পর্যায়ে তারা ক্যামেরা ভেঙে ফেলে আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ এবং এনটিভি ও চ্যানেল নাইনের সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করেন।”
পুলিশের সামনেই জামায়াতকর্মীরা তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে বলে মিডিয়ার কাছে অভিযোগ করেন তিনি।
এমি বলেন, “জামায়াত কর্মীদের অশ্লীল গালাগালি শুনে আমিও এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাদের এই আচরণের প্রতিবাদ করতে থাকি। এসময় মোবাইল ক্যামেরা দিয়ে তারা আমার উত্তেজিত অবস্থার কথাবার্তা রেকর্ড করে।”
এমি জানান, বিষয়টি নিয়ে তিনি পুলিশকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত ১৮ দলের নেতারা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে পুলিশকে অভিযোগ না করার জন্যে তাকে অনুরোধ জানান।
তাদের অনুরোধে আস্থা রেখে এমি পুলিশকে আর অভিযোগ করেননি। কিন্তু পরদিন শুক্রবার পর্যন্ত এ বিষয়টি ফয়সালা না করে মোবাইল ফোনে রেকর্ডকৃত ভিডিও ক্লিপ ফেইসবুকে ছেড়ে দিয়ে এমি সম্পর্কে অশ্লীল সব মন্তব্য প্রচার করতে থাকে জামায়াত সমর্থক একটি ফেইসবুক আইডি।
ইউকেবিডিনিউজকে এমি বলেন, “ঘটনার রেকর্ডকৃত খণ্ডিত অংশ জামায়াত সমর্থক একটি ফেইসবুক আইডি থেকে প্রচার করে আমার সম্পর্কে অশ্লীল সব মন্তব্য অব্যাহত রেখেছে যুদ্ধাপরাধী সমর্থক আক্রমণকারীরা।”
এদিকে, এমির ওপর হামলার প্রতিবাদে ১৮ দলের স্মারকলিপি প্রদানের কর্মসূচির খবর প্রচার থেকে বিরত থাকে লন্ডনের সব কটি বাংলা টিভি চ্যানেল। বিষয়টি সুষ্ঠু সমাধানে ১৮ দলের নেতাদের আশ্বাসের পরও ফেইসবুকে এমি সম্পর্কে অশ্লীল প্রচারণার প্রতিবাদ করেন ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিকরা।
ইউকে-বাংলা প্রেসক্লাবের আহবায়ক ও চ্যানেল আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব বলেন, “একটি খবর প্রচার হওয়ার আগেই খবর সঠিক নয়, অভিযোগ তুলে জামায়াত কর্মীরা আমাদের রিপোর্টারকে শারীরিক ও মানসিকভাবে যেভাবে লাঞ্ছিত করেছেন তা নজিরবিহীন।”
তিনি বলেন, “১৮ দলের নেতারা বিষয়টি সুরাহার আশ্বাস দেওয়ার পরও ফেইসবুকে খণ্ডিত ভিডিও ফুটেজ ছেড়ে দিয়ে ঘটনার ভিকটিম সম্পর্কে যে অশ্লীল প্রচারণা চালানো হচ্ছে, তা কোনো সভ্য মানুষ করতে পারে না।”
তিনি জানান, ব্রিটেনের বাংলা মিডিয়ার সবাই শিগগিরই এর প্রতিবাদে কঠোর অবস্থানে যাচ্ছে।
এদিকে, সর্বশেষ খবর অনুযায়ী রোববার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সব সাংবাদিকদের এক সভা আহবান করা হয়েছে। এমির ওপর হামলা ও ফেইসবুকে মিথ্যা অশ্লীল অপপ্রচারের প্রতিবাদে ওই সভায় অনির্দিষ্টকালের জন্যে ১৮ দলীয় জোটের খবর প্রকাশ থেকে বিরত থাকার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
Category: Community news 1st page, Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ