ইউরোপ বিশ্ব অর্থনৈতিক শক্তি হতে ব্যর্থ
ইউরোবিডি২৪নিউজঃ বিশ্ব অর্থনীতিতে ইউরোপ তৃতীয় স্থানে রয়েছে। ইউরোপের অর্থনৈতিক সঙ্কট ইউরোপকে উদীয়মান অর্থনীতি এবং মার্কিনদের অনেক পেছনে ফেলে রেখেছে।
অর্থনৈতিক সংকট এবং ইউরো জোনের অর্থনৈতিক বৃদ্ধির কমতির কারনে, ইউরোপ এখন পর্যন্ত বিশ্ব অর্থনীতির তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও উল্লেখযোগ্যভাবে চীন, ব্রাজিল ও ভারতের মতো উদীয়মান অর্থনীতিক দেশ গুলোকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জার্মানির অর্থনৈতিক মন্ত্রী, উল্ফগ্যাঙ শাবল সতর্ক করেছেন যে, “অদূর ভবিষ্যতে, অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ১ থেকে ১.৫ শতাংশের মধ্যে।”
Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, ইউরো-সংবাদ - France, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Greece, ইউরো-সংবাদ - Italy, ইউরো-সংবাদ - Portugal, ইউরো-সংবাদ - Spain, ইউরো-সংবাদ -UK, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ