• ৮ অগ্রহায়ণ ,১৪৩১,22 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে সমকামী বিবাহ বিরোধীদের বিক্ষোভ

| এপ্রিল 23, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সমকামী বিবাহ এবং গ্রহণ করার বৈধতা প্রদানের বিরুদ্ধে  রোববার প্যারিসের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় দশ হাজার মানুষ। ফরাসি সংসদে ভোটের মাধ্যমে মঙ্গলবার আইনটি পাশ হলে ফ্রান্স হবে বিশ্বের চতুর্দশ দেশ, যা সমকামী বিবাহকে স্বীকৃতি দেয়।

প্রতিবাদকারীরা চেঁচিয়ে বললেন: “ওলাদ, আমরা আপনার আইন চাই না।” কেননা, রাষ্ট্রপতি ওলাদের প্রচারাভিযানের একটি অংশ ছিল সমকামী বিবাহ এবং গ্রহণ এর অনুমোদন। তারা আরও বলেন, “আমরা কিছুতেই এমন হতে দেব না, কিছুতেই না!”

বিক্ষোভকারীরা প্যারিসের রাস্তায় অবস্থান করেন। তারা গোলাপী এবং নীল রঙয়ের কাপড় পরিধান করেন যা সমকামী বিবাহ বিরোধী আন্দোলনের রং এবং তারা পতাকা উত্তলন ও স্লোগানের মাধ্যমে তাদের আন্দোলন সম্পন্ন করেন।

মঙ্গলবার, সমকামী বিবাহ বিল নিশ্চিতভাবেই জাতীয় পরিষদ দ্বারা গৃহীত হবে  কিন্তু সম্ভবত এর আপীল আবেদন করা যেতে পারে।

ইউএমপি ইতিমধ্যে ঘোষণা করেছেন, মঙ্গলবার ভোটের পর,  এটি নিয়ে ফ্রান্সের সাংবিধানিক কোর্টে একটি আপীল করার অনুরোধ করা হবে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply