• ৯ অগ্রহায়ণ ,১৪৩১,23 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বাসদ ফ্রান্স সমর্থক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক হত্যার প্রতিবাদ।

| মে 6, 2013 | 0 Comments


কমিউনিটি সংবাদ:
ফ্রান্সের ঐতিহাসিক বাস্তিল চত্বরে মহান মে দিবস উপলক্ষে পরাসি শ্রমিক সংগঠনের সাথে একাত্নতা প্রকাশ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ফ্রান্স সমর্থক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক হত্যার প্রতিবাদ জানানো হয়েছে । গত ১লা মে প্যারিসের বাস্তিল চত্বরে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিশ্বব্যাপি শ্রম শোষণ, শ্রমিক নির্যাতন এবং শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে শ্রমিকের অধিকার সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ফ্রান্স সমর্থক ফোরামের পক্ষ থেকে “দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে সামনে রেখে “মহান মে দিবস সফল হোক”, “বাংলাদেশের শ্রমিক নির্যাতন রুখে দাড়াঁও”, “সাভার, আশুলিয়া ও তাজরিন শ্রমিক হত্যার সাথে জড়িতদের বিচার চাই” এবং “সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ধ্বংস হোক” ব্যানার নিয়ে উক্ত মহা সমাবেশে সতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করে। সমাবেশে বাসদ নেতৃত্ববিন্দ বাংলাদেশে শ্রমিকদের চলমান সংকট সহ সাভারের রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসে শত শত শ্রমিকদের হত্যাকান্ডের তিব্র প্রতিবাদ জানান। সমাবেশে বাসদ নেতৃবিন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ কর্মী খন্দকার মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন হাওলাদার এবং মোঃ রেজাউল কবির এছাড়াও বাসদ সমর্থক আবদুস সালাম, মেহেদি হাসান এবং আবদুল আজিজ। সমাবেশ শেষে বাসদ ফ্রান্স সমর্থক ফোরামের পক্ষ থেকে র‍্যালির আয়োজন করা হয়।

অন্যদিকে উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ ফ্রান্স সংসদ কর্মীরাও এই আয়োজনে অংশগ্রহন করেন এবং উক্ত আয়োজন পরিচালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠী বাংলাদেশ ফ্রান্স সংসদ এর সভাপতি কিরনময় মন্ডল।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply